ঢাকা, মে ১৯, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, স্থানীয় সময়: ০৮:১১:৫২

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

লিসবনে প্রথম বারের মতো সরস্বতী পূজা উদযাপিত

| ৪ ফাল্গুন ১৪২২ | Tuesday, February 16, 2016

 

লিসবনে প্রথম বারের মতো সরস্বতী পূজা উদযাপিত

ব্যাপক উৎসব ও উদ্দীপনার মধ্য দিয়ে পর্তুগালের রাজধানী লিসবনে প্রথম বারের মতো উদযাপিত হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যা দেবী সরস্বতী পূজা

সার্বজনীন পূজা উদযাপন পরিষদ, লিসবন পর্তুগালের আয়োজনে সরস্বতীর কৃপালাভের আশায় দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো পর্তুগালে ও প্রবাসী বাংলাদেশী সনাতন ধর্মাবলম্বীরা রাজধানী লিসবনের পর্দা দো আল্টো সাও যাও আয়োজন করে সরস্বতী পূজা।

রাজন বিশ্বাসের সভাপতিত্বে ও অনিক দেবরায়ের সঞ্চালনায় পূজা পারিচালনা করেন ঠাকুর নব ব্যানার্জি।

সকল ভেদাভেদ ভুলে বিদ্যা দেবীর কাছে জ্ঞান বুদ্ধি প্রার্থনা করেন প্রবাসী বাংলাদেশী সহ ভারত ও নেপালের হিন্দু সম্প্রদায়ের ভক্তরা।

প্রসঙ্গত,সরস্বতী দেবী শ্বেতশুভ্র বসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপানিও বলা হয়।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে। তাই সরস্বতীর কৃপালাভের আশায় শিক্ষার্থীরাই এই পূজায় মনোযোগী হয়।

উক্ত সার্বজনীন সরস্বতী পূজা অনুষ্ঠানে উপস্তিত ছিলেন বাংলাদেশ দুতাবাসের প্রথম সচিব মোহাম্মেদ খালেদ সহ বাংলাদেশ কমিউনিটির রানা তসলিম উদ্দীন, সোলেমান মিয়া, আবু তাহের, ইউসুফ তালুকদার, জোবায়ের আহমেদ, মোহাম্মদ শাহাদাত হোসেন, মিজানুর রহমান, মাহবুব সুয়েদ, মুকিতুর রহমান সেলিম সহ সার্বজনীন পূজা উদযাপন পরিষদের অসীম দেব, সমরজিৎ পাল, পলাশ দেব, মুকুল চন্দ্র দাশ, লিটন ঘোষ, পিলু সরকার, অনিমেষ, সুদীপ দও, পার্থ দেব, সমির চক্রবর্তী, সিন্গ্দা ধর, রুমা সাহা, মন্টি সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।