ঢাকা, মে ১৯, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, স্থানীয় সময়: ০৬:২৬:৪০

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

রেশনে মিলবে এবার ‘রমজান স্পেশাল প্যাকেট’, জানালেন খাদ্যমন্ত্রী

| ১৯ জ্যৈষ্ঠ ১৪২৩ | Thursday, June 2, 2016

কলকাতা বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরই তিনি জানিয়েছিলেন, যত শিগগির সম্ভব অসম্পূর্ণ কাজগুলিকে সম্পূর্ণ করতে হবে l সাধারণ মানুষ যাতে উপযুক্ত পরিষেবা পান, সে বিষয়েও দিতে হবে নজর l যেমন কথা তেমনি কাজ l রমজান মাস উপলক্ষে এবার স্পেশাল কিছু করতে চলেছে রাজ্য সরকার l

জানা যাচ্ছে, এবার রমজান স্পেশাল প্যাকেট দেওয়া হবে রেশনে l চাল, ময়দা, তেল, খেজুর, ছোলা এবং চিনি থাকবে ওই প্যাকেটে l সংখ্যালঘু মানুষদের সুবিধার জন্যই ওই প্যাকেট দেওয়া হবে l তবে, শুধু সংখ্যালঘুরাই নন, ইচ্ছা করলে, সবাই রেশন থেকে ওই প্যাকেট তুলতে পারবেন l তবে ওই প্যাকেটের দাম কত হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি l তবে, খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইতিমধ্যেই রমজান স্পেশাল প্যাকেট তৈরির তোড়জোড় শুরু করে দিয়েছেন বলে খবর l

 

 

এ বিষয়ে খাদ্যমন্ত্রী জানিয়েছেন, রমজান স্পেশাল প্যাকেটে কতটা করে ময়দা, তেল, ছোলা, খেজুর, চিনি দেওয়া হবে, সে বিষয়ে আলোচনা চলেছে l রমজান স্পেশাল প্যাকেট সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কতটা পরিমাণ খাবার এ রাজ্য থেকে পাওয়া যাবে আর কতটা ঝাড়খন্ড বা বিহারের মত পার্শ্ববর্তী রাজ্য থেকে আমদানি করতে হবে, সে বিষয়ে আলোচনা চলেছে l

সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ওই প্যাকেটের যোগান দেওয়া হবে রমজান মাস জুড়ে l তবে, চাইলে অন্য সম্প্রদায়ের মানুষও রাজ্য সরকারের ওই রমজান স্পেশাল প্যাকেট রেশন থেকে সংগ্রহ করতে পারেন বলে জানানো হয়েছে l