ঢাকা, মে ২, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১২:৫৭:০৬

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

রূপার মাথা ফাটিয়ে দিল তৃণমূল!

| ৯ জ্যৈষ্ঠ ১৪২৩ | Monday, May 23, 2016

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটের ফলাফল-পরবর্তী সন্ত্রাস ভয়ঙ্কর আকার নিতে শুরু করেছে। এবার সেই সন্ত্রাসের হাত থেকে রেহাই পেলেন না রাজ্যের বিজেপি নেত্রী তথা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। দুষ্কৃতদের হাতে ভয়ঙ্করভাবে আক্রান্ত হলেন তিনি। আজ রোববার দুষ্কৃতদের আঘাতে তাঁর মাথা ফেটে যায়। গুরুতর চোট লাগে শরীরের অন্যান্য স্থানেও।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ডহারবার এলাকায় আক্রান্ত এক দলীয় কর্মীকে দেখতে গিয়েছিলেন রূপা। সেখান থেকে ফেরার পথে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর ওপর এই আক্রমণ চালায় দুষ্কৃতরা।

অভিযোগ, লাঠি এবং ইটের আঘাতে রূপা গঙ্গোপাধ্যায়ের গাড়ি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া গাড়ি থেকে নামিয়ে ব্যাপকভাবে মারধর করা হয়েছে তাঁকেও। সেই সঙ্গে রূপার সঙ্গে থাকা অন্য মহিলা বিজেপি নেত্রীদেরও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গুরুতর আহত রূপা গঙ্গোপাধ্যায়কে ডায়মন্ডহারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনায় বিজেপির অভিযোগের তীর উঠেছে স্থানীয় তৃণমূল দুষ্কৃতকারীদের দিকে।

ঘটনার সময়ে রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে থাকা পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য মহিলা মোর্চার নেত্রী অমৃতা বন্দ্যোপাধ্যায় জানান, স্থানীয় তৃণমূলের দুষ্কৃতদের নেতৃত্বেই এই মারধর করা হয়। ইটপাটকেল ছুড়ে মারা হয় আমাদের। বিশেষ করে মহিলাদের কোমরে ব্যাপকভাবে মারধর করা হয়। রূপা গঙ্গোপাধ্যায়ের মাথা ফেটে যায় বলেও জানিয়েছেন তিনি।