ঢাকা, মে ৬, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২০:০৬:০৪

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

রাম মন্দির তৈরির পাথর এসে পৌঁছল অযোধ্যায়

| ৯ পৌষ ১৪২২ | Wednesday, December 23, 2015

ayodhya

অযোধ্যা: রাম মন্দির তৈরির পাথর এসে পৌঁছল অযোধ্যায়। প্রায় মাস ছয়েক আগে সারা দেশ থেকে রাম মন্দির তৈরির পাথর যোগাড় করার কথা ঘোষণা করে বিশ্ব হিন্দু পরিষদ। অবশেষে রবিবার এসে পৌঁছেছে প্রথম দুই ট্রাক পাথর। বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র শরদ শর্মা জানিয়েছেন, রাম সেবক পুরমে দুই ট্রাক পাথর এসে পৌঁছেছে।’এদিকে, পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে মোহান্ত নৃত্য গোপাল দাস জানিয়েছেন, মোদী সরকারের তরফ থেকে শীঘ্রই মন্দির তৈরির ইঙ্গিত মিলেছে। তিনি বলেন, ‘রাম মন্দির তৈরির সময় এসেছে। প্রচুর পরিমাণ পাথর জমা হতে শুরু করেছে। মন্দির তৈরির কাজ শুরু করার ইঙ্গিতও মিলেছে মোদী সরকারের তরফ থেকে।’ পাথর পৌঁছনোর পর পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ফইজাবাদের পুলিশ সুপার মোহিত গুপ্তা। সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে কোনোভাবে ক্ষুন্ন না হয় সেদিকে নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।গত জুন মাসে মন্দির তৈরির ঘোষণা করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। ভিএইচপি নেতা অশোক সিংহল বলেন, মন্দির তৈরির জন্য ২.২৫ লক্ষ কিউবিক ফুট পাথর প্রয়োজন। অযোধ্যায় ভিএইপি-র হেডকোয়ার্টারে মজুত রয়েছে ১.২৫ লক্ষ কিউবিক ফুট পাথর। বাকি পাথর সারা দেশ থেক যোগাড় করা হবে বলে জানিয়েছেন তিনি।অন্যদিকে, উত্তরপ্রদেশের প্রিন্সিপ্যাল সেক্রেটারি দেবাশীষ পাণ্ডা জানিয়েছেন, রাম মন্দির তৈরির পাথর অযোধ্যায় ঢুকতে দেবে না সরকার। তিনি বলেন, ‘যেহেতু বিষয়টি বিচারাধীন, তাই মন্দির নির্মাণের কাজ শুরু হতে দেবে না সরকার।’