ঢাকা, এপ্রিল ২৮, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১১:৪৮:৪০

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

রামকৃষ্ণ গরুর মাংস খেতেন! ভারতের বিতর্কিত লেখক বাঞ্জাগেরে জয় প্রকাশ

| ১ মাঘ ১৪২২ | Thursday, January 14, 2016

রামকৃষ্ণ গরুর মাংস খেতেন!

ভারত: উপমহাদেশের বাঙালী হিন্দু গুরু ঠাকুর শ্রী রামকৃষ্ণ গরুর মাংস খেতেন। তার শিষ্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ থেকে কোনো জ্ঞান নেননি।

এমনই এক উদ্ভট দাবি করেছেন দক্ষিণ ভারতের বিতর্কিত লেখক বাঞ্জাগেরে জয় প্রকাশ। তার এসব বিতর্কিত মন্তব্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারতের একাধিক হিন্দুত্বাবাদী সংগঠন। তার বিরুদ্ধে আন্দোলন সমাবেশও হয়েছে। কিন্তু লেখক তার মন্তব্য ফিরিয়ে নিতে নারাজ।

সম্প্রতি ছাত্র ও শিক্ষকের মধ্যে সম্পর্ক কিরূপ হওয়া উচিত। তার উদাহরণ টানতে গিয়ে বিতর্কিত এই মন্তব্য করেন বাঞ্জাগেরে জয় প্রকাশ। বাঞ্জাগেরে দাবি, ‘উনবিংশ শতকের মা কালীর উপাসক রামকৃষ্ণ পরমহংসদেব আমিষ খেয়েছিলেন। এমনকি গরুর মাংসও খেয়েছিলেন’।
ঠাকুর শ্রী রামকৃষ্ণ ধূমপানেও আসক্ত ছিলেন বলে দাবি করেছেন লেখক জয়প্রকাশ। তার কথায়, ‘রামকৃষ্ণ দেব নিজে ধূমপান করলেও কখনও শিষ্য বিবেকানন্দকে ধূমপানে উৎসাহিত করেননি’। বীর সন্ন্যাসী বিবেকানন্দকে তার গুরু রামকৃষ্ণ দেব আদৌ কোনও জ্ঞান প্রদান করেছিলেন কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

তার মতে, ‘রামকৃষ্ণ দেব তার শিষ্য স্বামী বিবেকানন্দকে জীবনে চলার সঠিক পথ দেখিয়েছিলেন। সেই পথে হেঁটেই সাফল্যের শিখরে যেতে পেরেছিলেন বিবেকানন্দ’। শিক্ষক-ছাত্র সম্পর্ক এমনই হওয়া উচিত বলেই মনে করেন বাঞ্জাগেরে জয়প্রকাশ।

তার এহেন মন্তব্যে বিতর্কের সৃষ্টি হলেও তা নিয়ে ভীত নন দক্ষিণ ভারতের এই বিতর্কিত লেখক। নিজের বক্তব্যের স্বপক্ষে উপযুক্ত প্রমাণ দাখিল করতে পারবেন বলে দাবি করেছেন বাঞ্জাগেরে জয়প্রকাশ।