ঢাকা, মে ৫, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০২:৪৩:৩০

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

যুক্তরাষ্ট্রের দুটি অঙ্গরাজ্যে বন্দুক হামলায় নিহত ১৩

| ১০ বৈশাখ ১৪২৩ | Saturday, April 23, 2016


ওয়াশিংটন : যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি গ্রামীণ এলাকায় শুক্রবার এক ভয়াবহ বন্দুক হামলায় এক কিশোরসহ একটি পরিবারের ৮ সদস্য নিহত হয়েছে। এই ঘটনার আগে জর্জিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীদের অপর দুটি হামলায় ৫ জন নিহত হয়। শেরিফ চার্লেস রিডার সাংবাদিকদের বলেন, ওহাইওতে কাছাকাছি অবস্থিত তিনটি বাড়িতে ৭ জনের মৃতদেহ পাওয়া গেছে। পরে পৃথক একটি স্থানে আরো একজনের মৃতদেহ পাওয়া যায়।
তিনি আরো বলেন, ‘এই ঘটনায় নিহতদের মধ্যে একজন কিশোর ছাড়া সবাই প্রাপ্ত বয়স্ক। কিশোরটির বয়স ১৬ বছর। তারা সকলেই একই পরিবারের সদস্য।’
রিডার বলেন, এই ঘটনায় এক নবজাতকসহ তিনটি শিশু জীবিত রয়েছে। নবজাতক শিশুটির বয়স ৪ দিন। অন্য শিশু দুটির বয়স ৬ মাস ও ৩ বছর।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
কর্তৃপক্ষ এখন পর্যন্ত কি কারণে এই হত্যাকা-টি ঘটেছে তা জানতে পারেনি।
এই ঘটনায় অন্তত একজন সন্দেহভাজন বন্দুকধারী এখনোও পালিয়ে বেড়াচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখনো কাউকে গ্রেফতার কথা হয়নি।
ওহাইওর অ্যাটর্নী জেনারেল মাইক ডিওয়াইন বলেন, ‘এই ঘটনায় নিহতদের প্রত্যেকের মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘প্রথমিকভাবে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যাচ্ছে যে এই ঘটনায় কেউই আত্মহত্যা করেনি।’
অ্যাটর্নী বলেন, হামলাকারী বা হামলাকারীরা ‘এখনো পলাতক রয়েছে। আমরা তাদের অবস্থান জানতে পারিনি।’
শেরিফ রিডার বলেন, হত্যাকা-টি চালানোর সময় নিহতদের কয়েকজন বিছানায় শুয়ে ছিলেন।
শেরিফের অফিস থেকে বলা হয়েছে, প্রথম ও চতুর্থ অপরাধ সংঘটনের স্থানের মধ্যে দূরত্ব ৩০ মাইল।
এর আগে ডিওয়াইন ও রিডার এক যৌথ বিবৃতিতে জানান, প্রথম নিহত ব্যক্তির মরদেহকে ‘পাইক কাউন্টির থ্রি ইউনিয়ন হিল রোডের বাড়িতে পাওয়া যায়।’
এটি সিনসিনাটি থেকে ৮০ মাইল পূর্বে অবস্থিত একটি গ্রামীণ এলাকা।
বিবৃতিতে আরো বলা হয়, অ্যাটর্নী জেনারেল’র ব্যুরো অব ক্রিমিনাল ইনভেস্টিগেশনের এজেন্টদের নেতৃত্বে এই ঘটনার তদন্ত চলছে।
কলাম্বিয়া কাউন্টি শেরিফ অফিসের কর্মকর্তারা বলেন, উত্তরাঞ্চলীয় জর্জিয়া অঙ্গরাজ্যে অপর দুটি পৃথক ঘটনায় ৫ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকা-গুলো ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় শবপরীক্ষক ভারনন কোলিন্স বলেন, দুটি পৃথক বন্দুক হামলার ঘটনায় ৫ জন নিহত হয়েছে।
ঘটনা দুটির মধ্যে সম্পৃক্ততা থাকতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রে প্রতি বছর আগ্নেয়াস্ত্রের গুলিতে প্রায় ৩০ হাজার লোক প্রাণ হারায়।