ঢাকা, এপ্রিল ২৭, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০০:১৯:৫৮

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

মোদী মন্দির খোলার পরিকল্পনা বাতিল

| ৩ ফাল্গুন ১৪২১ | Sunday, February 15, 2015

  •  

জীবিত অবস্থায় কোন ব্যক্তির নামে মন্দির খুব সম্ভবত এবারই প্রথম দেখতে চলেছিল ভারতবাসী। তাও আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে। কিন্তু মোদীর ভক্তরা এ মন্দির উদ্বোধনের পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করেছে।

Print Friendly and PDF

1

 

0

 


282

 


 

 

 

 

 

 

 

 

কিন্তু ভক্তদের এ ধরনের মন্দির খোলার পরিকল্পনায় খুবই বিষ্মিত এবং মর্মাহত হন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ট্যুইট করে এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন মোদী।

তিনি বলেন ‘পত্রিকায় দেখলাম আমার নামে মন্দির তৈরি করা হয়েছে। এতে আমি খুবই হতভম্ভ। এটি অত্যন্ত দু:খজনক এবং ভারতের ঐতিহ্য পরিপন্থি। আমাদের সংস্কৃতি এ ধরনের মন্দির নির্মাণ করতে শেখায়নি। যারা এটা করেছে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব তারা যেন এটা না করেন।’

সময় ও সম্পদ ভারতের কল্যাণকর কাজে ব্যয় করার বার্তা দেন মোদী।

আগামী রোববার এ মন্দির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু মোদির ওই বার্তার পরই তার ভক্তরা এ পরিকল্পনা বাতিল করে।