ঢাকা, মে ৬, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২১:৫১:৪৮

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থীতার লড়াই শুরু

| ২০ মাঘ ১৪২২ | Tuesday, February 2, 2016

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থীতার লড়াই শুরু

ঢাকা: চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়ার আনুষ্ঠানিক লড়াই শুরু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় খবর বিবিসির।

খবরে বলা হয়, বরাবরের মতোই দেশটির আইওয়া অঙ্গরাজ্যে দলের প্রার্থী বাছাইয়ে ভোটাভুটিতে অংশ নিচ্ছেন ডেমোক্রেট ও রিপাবলিকান দলীয় সমর্থকরা। এজন্যে তারা স্কুল, চার্চ এমনকি বন্দুকের দোকানগুলোতে সমবেত হয়েছেন।

দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আগামী কয়েক মাস পুরো দেশজুড়ে এ ধরনের ভোটাভুটি চলবে। আইওয়ায় ডেমোক্রেটিক দলে হিলারি ক্লিনটনের সাথে বার্নি স্যান্ডার্সের তুমুল প্রতিদ্বন্ধিতার আভাস পাওয়া যাচ্ছে।

অন্যদিকে আলোচিত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রয়েছেন সিনেটর টেড ক্রুজ সহ কয়েকজন প্রার্থী।

আর এর মধ্য দিয়েই মূলত শুরু হলো প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া। এর আগে জুলাইয়ে উভয় দলের জাতীয় কনভেনশনে দলীয় প্রার্থিতা চূড়ান্ত করা হবে।

কনভেনশনের আগে সারা দেশে দলীয় সমর্থকরা নিজ নিজ রাজ্যে তাদের দলীয় প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে অংশ নিবেন।

আগাম জরিপে বলা হচ্ছে, ডেমোক্রেট ও রিপাবলিকান দলের হয়ে ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটন প্রতিযোগিতায় এগিয়ে রয়েছেন।

প্রসঙ্গত, প্রথম নির্বাচনী পরীক্ষায় জয়ী প্রার্থী অন্য রাজ্যে প্রচারণার পরিধি বৃদ্ধি করবেন। তাই আইয়ার রাজ্যের নির্বাচন সব প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ। নির্বাচনের কয়েক ঘণ্টার মধ্যেই আইয়ার রাজ্যের ফলাফল ঘোষণা করা হবে।