ঢাকা, মে ১৯, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, স্থানীয় সময়: ০৭:০১:০৫

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

মজানের উপবাসে বিধিনিষেধ জারি চিনের, মুসলিম অধ্যুষিত এলাকায় খোলা থাকবে রেস্তোঁরা

| ২৪ জ্যৈষ্ঠ ১৪২৩ | Tuesday, June 7, 2016

রমজানের উপবাসে বিধিনিষেধ জারি চিনের, মুসলিম অধ্যুষিত এলাকায় খোলা থাকবে রেস্তোঁরা

বেজিং: সন্ত্রাসদীর্ণ জিংজিয়াং প্রদেশে রমজান পালনে নানা বিধিনিষেধ জারি করল চিন। মুসলিম অধ্যুষিত এই প্রদেশে রমজানের সময় এবার থেকে রেস্তোঁরা খোলা থাকবে। রমজান চলাকালীন সাধারণ মানুষ যাতে খাবারের সমস্যায় না ভোগেন, সে জন্য এই ঘোষণা বলে তারা জানিয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরেই জিংজিয়াংয়ে সরকারি কর্মীরা রমজানের উপবাসে অংশ নিতে পারেন না। একইভাবে নিষেধাজ্ঞা রয়েছে ছাত্রছাত্রী ও ছোট ছেলেমেয়েদের ওপরেও।
ঈশ্বরে অবিশ্বাসী চিনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি নোটিশ দিয়ে জানিয়েছে, দলীয় সদস্য, ক্যাডার, সরকারি কর্মী, পড়ুয়া ও নাবালকেরা রমজানের উপোস করতে পারবেন না। কোনও রকম ধর্মীয় অনুষ্ঠানেও তাঁদের যোগ দেওয়া নিষেধ। রমজান চলছে বলে খাবার ও পানীয় বিক্রিয় ব্যবসা বন্ধ রাখাও চলবে না। ধর্মীয় কারণে কারও যেন সঙ্কট না হয় তা দেখার জন্যই এই সিদ্ধান্ত। তবে মুসলিম রেস্তোঁরা মালিকরা দোকান খোলা রাখবেন কিনা, সেটা তাঁদের ব্যাপার। সরকারি কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, বাবা মায়ের সঙ্গে কথা বলতে, যাতে রমজানের সময় তাঁরা উপোস না করেন।

চিনা সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস। তাদের দাবি, চিন আশঙ্কা করছে, উইঘুরের মুসলিমরা বেজিংয়ের পক্ষে বিপজ্জনক। জিংজিয়াং প্রদেশে বাস করেন ১ কোটিরও বেশি উইঘুর মুসলিম। এই জায়গায় বিচ্ছিন্নতাবাদ সবথেকে বেশি। স্বাধীনতা সহ অন্যান্য দাবিতে চিনা নিরাপত্তারক্ষীদের সঙ্গে স্থানীয় জঙ্গিদের বারবার সংঘর্ষ হয়েছে।