ঢাকা, মে ৩, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১১:৩৮:২৫

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

ভূমধ্যসাগরে শরণার্থীদের বাঁচাতে ভূমিকা রাখছে উদ্ধাকারী জাহাজগুলো

| ২২ শ্রাবণ ১৪২৩ | Saturday, August 6, 2016

রোম : ভূমধ্যসাগরে শরণার্থীদের বাঁচাতে ছোট উদ্ধারকারী জাহাজগুলো বড় ভূমিকা রাখছে। জাহাজগুলো বিভিন্ন সময়ে সাগরে ডুবতে বসা বিভিন্ন নৌকা থেকে শরণার্থীদের উদ্ধার করেছে এবং এখনও তা অব্যাহত রেখেছে। দুই বছর আগে ভূমধ্যসাগরে লিবিয়ার উপকূলের কাছে বেশ কয়েকটি নৌকা থেকে শরণার্থীদের উদ্ধারে সামরিক অভিযানে অংশ নিয়েছিল এ ধরণেরই একটি ছোট বেসরকারি জাহাজ। আর এখন এ কাজে জড়িত রয়েছে প্রায় ১২টির মত জাহাজ। এগুলো ২০ শতাংশ জীবন রক্ষাকারী মিশনে অংশ নিচ্ছে।
মাল্টা ভিত্তিক ইতালীয় ও আমেরিকান দম্পতি ক্রিস্টোফার ও রেজিনা ক্যাটরাবোন প্রথম এ পদক্ষেপ নেন। ২০১৩ সালের অক্টোবরে ল্যামপেডুসা দ্বীপের অদূরে জাহাজ ডুবি দেখে তারা ভীত হয়ে পড়েছিলেন। ওই জাহাজ ডুবিতে ৩৬৫ জনের প্রাণহানি ঘটে।
এরপর ২০১৪ সালে ওই দম্পতির মাইগ্রান্ট অফশোর এইড স্টেশন (এমওএএস) অ্যাসোসিয়েশন ৪০ মিটার দৈর্ঘ্যরে একটি মাছ ধরার জাহাজ ফিনিক্স চালু করেন। পরে ইতালির নৌবাহিনী ও কোস্টগার্ড এটা পরিচালনা করে।
এরপর কয়েক সপ্তাহে প্রায় ৫০ হাজার শরণার্থীকে উদ্ধার করা হয়। এরমধ্যে প্রায় তিন হাজার শরণার্থীকে এই ছোট নৌকা উদ্ধার করে।
২০১৫ সালে প্রতিষ্ঠিত ফ্রান্স, ইতালি ও জার্মানির সংস্থা এসওএস মেডিটারেনির নির্বাহী পরিচালক সোফিয়া ব্যু বলেন, ‘আমরা মানুষকে মৃত্যুর মুখে রেখে চলে যেতে পারি না।’
বর্তমানে এমওএএস, ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ), এসওএস মেডিটারেনি, কাটালান প্রোঅ্যাকটিভ ওপেন আর্মস অ্যান্ড জার্মান সি ওয়াচ, সি-আই ও জুগেন্দ রেটেট পরিচালিত প্রায় ১২ টির মত জাহাজ লিবিয়া উপকূলে টহল দিচ্ছে।
প্রোঅ্যাকটিভ ওপেন আর্মস মিশনের প্রধান গেরার্ড ক্যানালস বলেন, কিছু ক্ষেত্রে আমরা পানির ওপর থেকে লোকজনকে উদ্ধার করি।