ঢাকা, মে ১৯, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, স্থানীয় সময়: ০৭:১৭:৪৫

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

ভুল করে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র কিউবায়

| ২ ফাল্গুন ১৪২২ | Sunday, February 14, 2016

ভুল করে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র কিউবায়

ঢাকা: যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ভুল করে কিউবা চলে গিয়েছিল। লেজার নিয়ন্ত্রিত ওই ক্ষেপণাস্ত্র হেলফায়ার নামে পরিচিত। এটি ড্রোন ও আক্রমণকারী হেলিকপ্টারে ব্যবহার করা হয়ে থাকে। ২০১৪ সালে হাভানাতে এই চালানটি যায়। খবর বিবিসির।

কিউবাতে যাওয়া ক্ষেপণাস্ত্রটি ছিল নিষ্ক্রিয়। এতে কোনো বিস্ফোরক ছিল না। ন্যাটো বাহিনীর প্রশিক্ষণের জন্য এই ক্ষেপণাস্ত্র স্পেনে পাঠানো হয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রখ্যাত গণমাধ্যম ওয়ার্লস্ট্রীট জার্নালে এ খবর বলা হয়।

পরে এ ক্ষেপণাস্ত্র জার্মানিতে নেয়া হয়। জার্মানি থেকে প্যারিস তারপর আবার ফ্লোরিডাতে পাঠানো জন্য এয়ার ফ্রান্সের বিমানে তোলা হয়। কিন্ত ভুলবশত এই হেল ফায়ার ক্ষেপণাস্ত্র এয়ার ফ্রান্সের হাভানার উদ্দেশে রওনা দেয়া বিমানে তুলে দেয়া হয়। এ ঘটনা একটি সামরিক প্রযুক্তি খোয়ানোর মত মারাত্মক ভুল বলে আখ্যায়িত করে ওয়ার্লস্ট্রীট জার্নাল।

পুরো ঘটনাটি যুক্তরাষ্ট্রের জন্য চরম বিরক্তিকর। এদিকে এ ক্ষেপণাস্ত্র ভুল করে প্যারিস থেকে হাভানা এসেছে। এটা কিউবার পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে বলা হয়েছে।

পুরো ঘটনার স্বচ্ছ ও সহযোগিতামূলক অনুসন্ধান আশা করে কিউবা। এমনটা তাদের পক্ষ থেকে বলা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র মনে করছে কিউবা এই ক্ষেপণাস্ত্র পেয়ে এ প্রযুক্তি উত্তর কোরিয়া, রাশিয়া ও চীনের কাছে পাচার করবে।

প্রসঙ্গত, দীর্ঘ ৫০ বছর পর কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়েছে। এ অবস্থায় এ ধরনের কাজ দুই দেশের সম্পর্কে ফাটল ধরাবে। এমনটা বলছেন যুক্তরাষ্ট্র-কিউবার রাজনৈতিক বিশ্লেষকরা।