ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২৩:৩৯:৪৭

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

বারাণসীতে প্রবাসী ভারতীয় দিবস পালনে তিন দিনের অনুষ্ঠান শুরু:হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারী সমেন সাহার অংশগ্রহন ।

| ১০ মাঘ ১৪২৫ | Wednesday, January 23, 2019

Image may contain: 2 people, text

বারাণসী, ২২ জানুয়ারি (হি.স.): ভারত এই মুহূর্তে বিভিন্ন বিষয়ে বিশ্বকে নেতৃত্ব প্রদানে সক্ষম| মঙ্গলবার উত্তর প্রদেশের বারাণসীতে পঞ্চদশতম প্রবাসী ভারতীয় দিবস-এর উদ্বোধনী অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| মঙ্গলবার সকালে বারাণসীতে পঞ্চদশতম প্রবাসী ভারতীয় দিবস-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের রাজ্যপাল রাম নায়েক-সহ বিশিষ্টজনরা । এ অনুষ্ঠানে আরো যোগ দিয়েছেন বাংলাদের হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারী সমেন সাহা। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেছেন এদিন। প্রবাসী ভারতীয় দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘বর্তমানে ভারত এমন জায়গায় অবস্থান করছে যে, বিভিন্ন বিষয়ে বিশ্বকে নেতৃত্ব প্রদানে সক্ষম| আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স (আইএসএ) তার মধ্যে অন্যতম একটি প্ল্যাটফর্ম| আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স-এর মাধ্যমে আমরা বিশ্বকে ‘একটি বিশ্ব, একটি সূর্য, একটি গ্রিড’ হিসেবে এগিয়ে নিয়ে যেতে চাই|’ প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘বিগত সাড়ে চার বছরে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ৫ লক্ষ ৭৮ হাজার কোটি টাকা জন সাধারণকে সরাসরি প্রদান করেছে আমাদের সরকার| আমরা সেই সমস্ত টাকা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়েছি|’ এদিনের প্রবাসী ভারতীয় দিবস-এর উদ্বোধনী অনুষ্ঠানে বহু বিশিষ্ট প্রবাসী ভারতীয়রাও উপস্থিত ছিলেন| এ বছর প্রবাসী ভারতীয় দিবসের থিম, নয়া ভারত গড়ার ক্ষেত্রে প্রবাসী ভারতীয়দের ভূমিকা| ২৩ জানুয়ারি (বুধবার) প্রবাসী ভারতীয় দিবসের অন্তিম দিনে ভাষণ রাখবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| সোমবার যুব প্রবাসী ভারতীয় দিবসের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| ২৩ জানুয়ারি অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ২৪ জানুয়ারি কুম্ভমেলা দেখতে যাবেন| হিন্দুস্থান সমাচার/ রাকেশ

ভারতের উত্তর প্রদেশের বারাণসীতে ২১-২৩ জানুয়ারি তিন দিন ব্যাপী প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন-২০১৯ এ হিন্দু হেরিটেজ ফাউন্ডেশন এর সন্মানিত জয়েন্ট সেক্রেটারি সমেন সাহার অংশগ্রহণ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাথে সৌজন্য সাক্ষাৎ।

Image may contain: 3 people, including Shamen Saha, people smiling, people sitting