ঢাকা, মে ৪, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৫:১১:২৩

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

বাতাক্লঁ থিয়েটার হলে জিম্মিদের একে একে জবাই করে জঙ্গিরা

| ৩০ কার্তিক ১৪২২ | Saturday, November 14, 2015

প্যারিসের বিখ্যাত বাতাক্লঁ থিয়েটার হলে তখন চলছিল রক কনসার্ট। সেখানে হঠাৎই শত শত মানুষ হামলাকারীদের কাছে জিম্মি হয়ে পড়লেন। জিম্মিদের একজন বেঞ্জামিন ক্যাজোনোভেস সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে তখনকার পরিস্থিতি সম্পর্কে বর্ণনা দিয়েছেন এভাবে, ‘ওরা একের পর এক জনকে জবাই করছে। অনেকেই ভেতরে আটকা পড়েছে।

বেঞ্জামিন অপর এক পোস্টে লেখেন, ‘জীবন্ত জবাই করা হচ্ছে…ভয়াবহ পরিস্থিতি, চারদিকে শুধু লাশ আর লাশ’।

হলের মূল ফটকে দাঁড়িয়ে জিম্মিদের ধরে ধরে জবাই করা হচ্ছিলো। নৃশংসতার জঘণ্যতম নাটকের দৃশ্যায়ন যেন চলছিলো সেখানে।

শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় দিনগত রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে বাতাক্লঁ থিয়েটার হলে ও স্তেদে দ্য ফ্রান্স স্টেডিয়াম সংলগ্ন এলাকায় হামলা চালায় সন্ত্রাসীরা। এছাড়া সেন্ট ডেনিসেও হামলা চালায় বন্দুকধারীরা। এসব হামলায় নিহত হয়েছেন অন্তত ১৫৩ জন।

জিম্মিদের মুক্ত করতে ফরাসী বাহিনী যখন থিয়েটার ভবনটি ঘিরে ফেলে, তিন আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। এ বিস্ফোরণে চার পুলিশ নিহত হন। এছাড়া পুলিশের গুলিতে নিহত হয় চতুর্থ হামলাকারী।

প্যারিসের ডেপুটি মেয়র প্যাট্রিক ক্লুগম্যান বলেছেন, শুধুমাত্র থিয়েটার ভবনেই নিহত হযেছেন ১১৮ জন। এছাড়া রেস্টুরেন্ট ও ফুটবল স্টেডিয়ামের বাইরের হামলায় নিহত হয়েছেন আরও অনেকে। স্টেডিয়ামটি বাতাক্লঁ হল থেকে পাঁচ মাইল দূরে অবস্থিত।

শুক্রবার রাতেই হামলাকারীদের সবাইকে প্রতিহত করা সম্ভব হয়। এদের মধ্যে চারজন নিহত হয় থিয়েটার হলে। আর জার্মানি ও ফ্রান্সের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ শেষের কিছু পরই স্তেদে দ্য ফ্রান্স স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে নিহত হয় দু’জন।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ফরাসী বাহিনীর অভিযানে ১২৫ জিম্মিকে মুক্ত করা সম্ভব হয়েছে। এদিকে এই আইএস এই হামলার দায় স্বীকার করে নিয়েছে বলে খবর পাওয়া গেলেও তা নিশ্চিত হওয়া যায় নি। তবে ইসলামপন্থি উগ্র ধর্মীয় কোন গোষ্ঠিই যে এই হামলার সাথে জড়িত প্রাথমিকভাবে এমন ধারণা করা হয়েছে।