ঢাকা, মে ১৯, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, স্থানীয় সময়: ০৬:৩৪:৫৩

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সম্মেলনে ভারতের বিজেপির কেন্দ্রীয় কটির সদস্য অরুন হালদার।

| ২১ জ্যৈষ্ঠ ১৪২৩ | Saturday, June 4, 2016

গত ০৩/০৬/২০১৬ইং তারিখ রোজ শুক্রবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের হলরুমে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সম্মেলন অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অংশ গ্রহন করেন  উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল (অব) জয়ন্ত কুমার সেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের বিজেপির  মেম্বার অব সোসাল জাস্টিস এন্ড এমপাওয়ারমেন্ট -এর কেন্দ্রীয় কমিটির সদস্য অরুণ হালদার। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি এ্যাড. দীনবন্ধু রায়, সিনিয়র সহ-সভাপতি মানিক চন্দ্র সরকার, ডাঃ মৃত্যুঞ্জয় রায়, প্রধান সমন্বয়ক বিজয় ভট্টাচার্য, মহাসচিব এ্যাড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক, যুগ্ম মহাসচিব রিপন দে, উত্তম দাস, সাংগঠনিক সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল, মানবাধিকার বিষায়ক সম্পাদক সমীর কুমার সাহা, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী বিশ্বাস, সাংস্কৃতিক জোটের সভাপতি এস.ডি. লাল প্রমুখ।

বক্তব্য কালে বিজেপি নেতা অরুন  হালদার বলেন হিন্দুদের উপর একের পর এক নির্যাতনের ফলে হিন্দুদের মনে চিট ধরেছে। তাই অনেকেই দেশ ছেড়ে পরবাসী হচ্ছেন। আপনারা নিজের দেশে মাথা উঁচু করে থাকবেন ভয় পেয়ে দেশান্তরিত হবেন না। আপনাদের যেকোন সমস্যায় পাশে থাকবে ভারত সরকার।

বর্তমান সরকার ও ভারত সরকারের সম্মলিত প্রচেষ্টায় সংখ্যালঘু নির্যাতন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে সম্মেলনে সবাইকে আশ্বস্থ করেন। দলের মহাসচিব একে একে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মঞ্চে এনে পরিচয় করিয়ে দেন জেলা ও উপজেলা নেতৃবৃন্দের সামনে। অনুষ্ঠান সকাল ৯টা থেকে শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সংগীত, বৈদিক নৃত্য ও মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।