ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৬:০৭:৪৮

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

বাংলাদেশের বিভিন্ন স্থানে পূজা মন্ডপ ও ইস্কন মন্দিরে হামলা ও সাধু হত্যার ঘটনায় ইস্কন প্রধান কার্যালয়ের প্রতিবাদ সভা,সারা বিশ্ব উত্তাল

| ৮ কার্তিক ১৪২৮ | Saturday, October 23, 2021

---

২৩,অক্টোবর শনিবার ভারতের পশ্চিম বঙ্গের মায়াপুরে ইস্কনের প্রধান কার্যালয়ে বিকাল ৩টায় বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালীর চৌমুনী সহ দেশের বিভিন্ন স্থানে পূজা মন্ডপে হামলা,প্রতিমা ভাংচুর,হত্যা,অগ্নিসংযোগ,হিন্দু ব্যবসা প্রতিষ্ঠানে ও বাড়ীঘরে লুটপাট, নোয়াখালী ইস্কন মন্দিরে হামলা করে সাধু হত্যা,পীরগঞ্জের হিন্দু পল্লিতে অগ্নিসংযোগের প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার পূর্বক আইনামলে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ইস্কন মায়াপুর প্রধান কার্যালয়ের উদ্যোগে এক মহা সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভা একযোগে বিশ্বের প্রায় ২শতাধিক দেশে অনুষ্ঠিত হয়েছে । ইস্কন মায়াপুর প্রধান কার্যালয়ের অনুষ্ঠানে পূজ্যপাদ ইস্কন গুরু ও জি বি সি শ্রী শ্রীমৎ শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজের সভাপতিত্ত্বে প্রায় লক্ষাধিক ইস্কন ভক্তের সমাগমে ইস্কন গুরু,সর্বোচ্চ নীতি নির্ধারক জি বি সি মন্ডলীর সদস্য বৃন্দ,ভারত ও বিশ্বের অন্যান্য দেশের সিনিয়র ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত প্রতিবাদ সভায় ইস্কন নেতৃবৃন্দ বলেন এসব কাজ যারা করেন  তারা কখনই সত্যিকারের ধার্মিকনয়,তারা মানুষরূপী অমানুষ কারন কোন ধর্ম কখনোই অন্য ধর্মকে ছোট করার শিক্ষা দেয় না। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা গুলির জন্য তারা আরো বলেন, অতীতেও দেখা গেছে, নানা সময়ে ধর্মকে ব্যবহার করে কিছু উগ্রবাদী পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে উদ্দেশ্য প্রনদিতভাবে হামলা ও নৈরাজ্য সৃস্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য নষ্ট করার চেষ্টা করেছে।

--- এবং পূর্বের ঘটে যাওয়া ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হয়নি।  এই বিচারহীনতা আবার অপরাধ সংঘটিত করতে মদদ জুগিয়েছে। অপশক্তি যতই শক্তিশালী হউক রাষ্ট্র যথাযত পদক্ষেপ নিলে অচিরেই এধরনের ঘটনা বন্ধ করা যাবে । তারা এসব নেক্কারজনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কুমিল্লা সহ সারাদেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক ঘটনাগুলো দ্রুত তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। তারা আরো বলেন বর্তমানে বাংলাদেশের সরকার বেশ কিছু মামলা নিয়ে ও প্রায় ৪শতধিক গ্রেফতার করে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আনায় আমরা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।পরে হরিনাম সংর্কীতন, প্রদীপ প্রজ্জলন ও বিদেহী আত্মাদের সদ্গতি প্রর্থনা করে প্রতিবাদ সভা সমাপ্ত করেন।বিস্তারিত জানতে এই লিংকটি ভিজিট করুন  https://www.facebook.com/Mayapur.tv/videos/626337411734869/