ঢাকা, মে ৩, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২৩:৩০:০৯

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

বাংলাদেশের জীববৈচিত্র্য সুরক্ষায় বাঘ সংরক্ষণ করতে হবে : ঢাবি উপাচার্য

| ৩০ মাঘ ১৪২২ | Friday, February 12, 2016

‘বাঘ আমাদের গর্ব, বাঘ সুরক্ষা করব’ স্লোগান নিয়ে বাঘ সুরক্ষার সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ শুক্রবার দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে বাঘ ও সুন্দরবন বিষয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খ্যাতনামা শিল্পীদের চিত্রাঙ্কন ও প্রদর্শনী এবং লোকসংগীত পরিবেশন করা হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বন্যপ্রাণি সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশের জীববৈচিত্র্য সুরক্ষার প্রয়োজনে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে হবে। অবশ্যই বাঘ সংরক্ষণ করতে হবে, বাঘের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ জন্য বাঘ সম্পর্কে সচেতনতা কর্মসূচী আয়োজনে তিনি তরুণ ও শিশু-কিশোরদের অংশগ্রহণের প্রশংসা করেন এবং কর্মসূচিকে সারা দেশব্যাপী ছড়িয়ে দেয়ার প্রতি গুরুত্বারোপ করেন।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির বাঘ প্রকল্পের মাধ্যমে বন বিভাগের নেতৃত্বে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় গতকাল বৃহস্পতিবার থেকে দুই বছরব্যাপী রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সচেতনতামূলক কার্যক্রম উদ্বোধন করা হয়। এটি বাস্তবায়ন করছে বন্য প্রাণীবিষয়ক বেসরকারি সংস্থা ওয়াইল্ড টিম। এ কার্যক্রমের আওতায় সারা দেশে ১০০টি স্থানে ঘুরবে বাঘের আকৃতিতে তৈরি বাস ‘টাইগার ক্যারাভ্যান’। বাঘ, হরিণ ও কুমিরের ভাস্কর্য এবং বিশাল আকৃতির চিত্রকর্মের সাহায্যে ওই ক্যারাভ্যানে সুন্দরবনের পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে। ক্যারাভানটি বাঘ সুরক্ষা বিষয়ক বিভিন্ন প্রদর্শনী ও পথনাটক উপস্থাপন করবে।
বাঘ সুরক্ষার ওই প্রচারাভিযানে সহযোগী হিসেবে যুক্ত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, গাজী টিভি, দ্য ডেইলি স্টার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম, এবিসি রেডিও ও কিশোর আলো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।