ঢাকা, মে ৬, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৯:৫৯:৫৫

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

পাকিস্তানের প্রতি হুঁশিয়ারি দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর

| ২১ জ্যৈষ্ঠ ১৪২৩ | Saturday, June 4, 2016

 

manoharparrikar-lead

নয়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে সুসম্পর্কের যে জানালা ভারত খুলে দিয়েছিল তা ধীরে ধীরে বন্ধ হওয়ার পথে৷ সিঙ্গাপুরে আয়োজিত এক আন্তর্দেশীয় নিরাপত্তা ফোরামে পাকিস্তানের প্রতি এমনই হুঁশিয়ারি দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর৷

পারিক্করের বক্তব্য, ভারত-পাক সম্পর্ক মজবুত করতে সদিচ্ছামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে তিনি জানালা খুলে দিয়েছেন৷ কিন্তু সেই জানালা আর বেশি দিন খোলা রাখা যাবে না৷ পারিক্করের মন্তব্য, ‘‘এই জানালা চিরতরে বন্ধ হওয়ার আগে পাকিস্তানের হুঁশে ফেরা  উচিত৷ভারতের বিশ্বাসের মর্যাদা রাখা উচিত৷’’ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় নেমে পাক প্রশাসন সন্ত্রাসবাদীদের ভালো ও খারাপ বলে আলাদা করছে৷ তাদের চোখে যারা খারাপ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে৷ পাশাপাশি, তাদের চোখে যারা ভালো, তাদের ভারত ও আফগানিস্তানে লেলিয়ে দিচ্ছে৷ কূটনৈতিকভাবে এর মোকাবিলা প্রয়োজন বলে মনে করেন পারিক্কর৷

প্রসঙ্গত, ভারতের বায়ুসেনা ঘাঁটি পাঠানকোটে জঙ্গি হামলার তদন্তে পাক গোয়েন্দারা এলেও ভারতের গোয়েন্দা বাহিনীর মূল প্রতিষ্ঠান ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) অফিসারদের কিন্তু ফিরতি তদন্তে পাকিস্তানে ঢুকতে দেওয়া হচ্ছে না৷ তাছাড়া, পাকিস্তানের প্রধান পৃষ্ঠপোষক খোদ মার্কিন প্রশাসনের বিদেশ দফতরের রিপোর্টই বলেছে, সেদেশের মাটিতে এখনও ভারতবিরোধী লস্কর-ই-তোইবা ও জয়েশ-ই-মহম্মদ পুরোদমে সক্রিয়৷ এসবেরই পরিপ্রেক্ষিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এই হুঁশিয়ারি বলে মনে করা হচ্ছে৷