ঢাকা, মে ৭, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২০:০৮:২৯

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

ধর্ষণে জন্ম নেওয়া শিশু জন্মদাতার সম্পত্তিতে ভাগ পাবে

| ২৩ কার্তিক ১৪২২ | Saturday, November 7, 2015

ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশু জন্মদাতার সম্পত্তিতে উত্তরাধিকার পাবে। তবে ওই শিশুকে কেউ দত্তক নিলে তখন আর সে জন্মদাতার সম্পত্তিতে অধিকার পাবে না।

বুধবার ভারতের এলাহাবাদ হাইকোর্ট এক কিশোরী আবেদনের পরিপ্রেক্ষিতে এমন পর্যবেক্ষণ দেন। সন্তান জন্মের আগে ওই কিশোরী আদালতের কাছে গর্ভপাতের অনুমতি চেয়ে আবেদন করে। তবে গর্ভপাতের কারণে তার জীবন বিপন্ন হতে পারে এমন আশঙ্কায় আদালতের নিষেধাজ্ঞার কারণে পরে হাসপাতালে এক মেয়ের জন্ম দেয় ওই কিশোরী।

আদালতে ওই কিশোরী জানায়, আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় সে এবং তার বাবা সদ্যোজাত শিশুকে বাড়ি নিতে চায় না। সন্তানের ভবিষ্যতের বিষয়টি বিবেচনা করে সে শিশুটিকে দত্তক দিতে চায়। এই আবেদনের পরিপ্রেক্ষিতে এলাহাবাদ হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ এমন পর্যবেক্ষণ দেন।

এতে বিচারকদ্বয় বলেন, ‘উত্তরাধিকার সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে সন্তান কীভাবে জন্মেছে, তা বিবেচ্য নয়; ধর্ষণের ফলেও কোনো শিশুর জন্ম হলেও সে জন্মদাতার সম্পত্তিতে ভাগ পাবে।’

আদালত উত্তরপ্রদেশ সরকারকে ওই কিশোরীর ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ রূপি দেওয়ার নির্দেশ দিয়েছেন। ২১ বছর বয়স পর্যন্ত কোনো ব্যাংকে ওই অর্থ এফডিআর করা এবং কিশোরীর বিনা মূল্যে পড়ালেখার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর ওই শিশুকে কোনো শিশুকল্যাণ সমিতির কাছে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে কোনো আইন করা বিচারবিভাগের কাজ নয় মন্তব্য করে রায়ে বিচারকদ্বয় বলেন, ‘উত্তরাধীকারের মতো জটিল সামাজিক বিষয়ে কেবলমাত্র সংশ্লিষ্ট আইনসভারই সিদ্ধান্ত নেওয়া উচিত।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া, জিনিউজ