ঢাকা, মে ৬, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৮:৪৪:৩৬

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

গুলশান হামলায় ক্ষোভ: ঢাকায় মার্কিন সৈন্য পাঠাতে চায় যুক্তরাষ্ট্র

| ২০ আষাঢ় ১৪২৩ | Monday, July 4, 2016

 

65635635.
গুলশানের রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ সরকারকে সহায়তা দেয়ার প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কার্বি তার নিয়মিত ব্রিফিংয়ে এ প্রস্তাব দেন।

তিনি বলেনে, ‘বাংলাদেশ সরকারের সাথে আমরা যোগাযোগ রাখছি। যারা এই ঘটনার জন্য দায়ী তাদেরকে বিচারের আওতায় আনার জন্য এবং সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদ দমনে সহায়তার প্রস্তাব দিয়েছি। প্রয়োজনে আমরা সৈন্য পাঠাতেও রাজি আছি।’

কার্বি বলেন, ‘ঢাকায় হামলার জন্য তথাকথিত ইসলামিক স্টেট যে দায় স্বীকার করেছে সেটা দেখা হচ্ছে। কিন্তু এর সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি। আমরা সব তথ্য যাচাই করে দেখছি।

জন কার্বি এই হামলায় পুলিশ কর্মকর্তারা যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

তিনি আরো বলেন, ‘আমরা বাংলাদেশের জনগণের সাথে এক যোগে এই বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতি আমাদের ক্ষোভ প্রকাশ করছি।’

উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গুলশানের রেস্টুরেন্ট হলি আর্টিসানে হামলা করে কয়েকজন অস্ত্রধারী। এসময় তারা বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে রেস্টুরেন্টের অবস্থানকারীদের জিম্মি করে। সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন প্রচুর সংখ্যক পুলিশ সদস্য।