ঢাকা, মে ৪, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৪:১৫:০১

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

এবার পাকিস্তানে হিন্দুরা পাবেন হোলি এবং দীপাবলির ছুটি

| ২ চৈত্র ১৪২২ | Wednesday, March 16, 2016

Holi

কলকাতা থেকে : পাকিস্তানে হিন্দুদের জন্য মঙ্গলবার দিনটা ছিল খুশির খবর। দীপাবলি এবং হোলিতে ছুটি ঘোষণা করেছে সেদেশের সরকার। এর সঙ্গে সঙ্গে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষদের জন্যও খুশির খবর। তারাও এবার থেকে ছুটি পাবেন ইস্টারে। পাকিস্তানের মুসলিম লিগ নওয়াজের সাংসদ রমেশ কুমার বঙ্কবানী এদিন প্রস্তাব পড়ে শোনান, “সংসদের রায় যে সংখ্যালঘুদের জন্য হোলি, দীপাবলি এবং ইস্টারে ছুটি দেওয়া হবে।”

ধার্মিক মামলার রাজ্য মন্ত্রী পীর আনিমুল হাসনাত শাহ সদনে বলেন সংখ্যালঘুদের ধার্মিক অনুষ্ঠানে ছুটি আগে থেকেই মঞ্জুর করা ছিল আন্তরিক মন্ত্রণালয়ের কাছে।

যদি সরকার এই ঘোষণা অনুযায়ী চলে তাহলে এই বিষয়ে আন্তরিক মন্ত্রণালয়কে নোটিস জারি করতে বলবে। এর মধ্যে আইন মন্ত্রী জাস্টিস পারবেজ রাশিত বলেছেন, “আমি এই পস্তাবের বিরোধিতা করছি না। কিন্তু মনে রাখা দরকার অন্য দেশের তুলনায় আমদের দেশে ছুটির সংখ্যা অনেক বেশি। সেক্ষেত্রে এই ঘোষণাটি বিবেচনা করা উচিত।”