ইসলামাবাদে দাঁড়িয়েই সন্ত্রাস নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। শুধু সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নয়, যে সব দেশ তাদের সমর্থন করে, সেই দেশগুলির বিরুদ্ধেও কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। বৃহস্পতিবার সার্ক স্বরাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে এমনই মন্তব্য করলেন রাজনাথ। স্বাভবিক ভাবেই এতে আরও বেড়েচে পরিস্থিতির উত্তাপ। পাকিস্তান টেলিভিশন ইচ্ছাকৃত রাজনাথের ভাষণের সম্প্রচার আটকে দিয়েছে বলে বৃহস্পতিবার দুপুরের দিকে খবর আসে। তবে ভারতীয় বিদেশ মন্ত্রক বিষয়টি নিয়ে বিতর্ক আর বাড়তে দিতে চায়নি। মন্ত্রকের তরফে বিকেলে এক বিবৃতিতে জানানো হয়েছে, সব কিছু প্রথা মেনেই হয়েছে। রাজনাথের ভাষণ পাকিস্তান ইচ্ছাকৃত সম্প্রচার করেনি, বিষয়টি এমন নয়।