ঢাকা, মে ৩, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১২:০৪:১৫

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

ইন্দোনেশিয়ায় আটকা পড়ে ৮ তিমির মৃত্যু

| ২ আষাঢ় ১৪২৩ | Thursday, June 16, 2016

প্রবোলিঙ্গো (ইন্দোনেশিয়া): ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় আটকা পড়ে ৮টি পাইলট হোয়েল (তিমি) মারা গেছে। দ্বীপটিতে বিপুল সংখ্যক তিমি আটকা পড়ার পর তাদের উদ্ধারে একটি বড় ধরনের অভিযান চলছে।
বৃহস্পতিবার এক কর্মকর্তা একথা বলেন।
বুধবার ভোরে পূর্ব জাভা প্রদেশের প্রবোলিঙ্গোতে উঁচু ঢেউয়ের সঙ্গে ভেসে ছোট লেজওয়ালা ৩২টি পাইলট হোয়েল তীরে আসে।
স্থানীয় উপকূল ও মৎস্য কার্যালয়ের প্রধান ডেডি ইসফান্ডি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘প্রথমে সৈকতের কাছে একটি বা দুটি তিমি সাঁতার কাটছিল। তিমি মাছের প্রকৃতিগত বৈশিষ্ট্য হলো অসুস্থ হলে তারা উপকূলের কাছে চলে আসে।’
তিনি আরো বলেন, ‘তবে তিমিদের সামাজিক যোগাযোগ এতটাই সুদৃঢ় যে একটি তিমি অসুস্থ হয়ে পড়লে তারা তাকে সমুদ্রে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ঢেউয়ের আঘাতে তারা ভেসে সৈকতে আটকা পড়ে।’
ইসফান্ডি বলেন, গতরাতে কয়েকশ স্থানীয় জেলে ও সরকারি কর্মকর্তা তাদের উদ্ধার করে সমুদ্রে অবমুক্ত করার চেষ্টা করে। কিন্তু সকালে ৮টি তিমি সৈকতে ফিরে এসে মারা যায়।
এদিকে আরো প্রায় ২৩টি তিমিকে উদ্ধার করে ইতোমধ্যেই সমুদ্রে ছেড়ে দেয়া হয়েছে।