ঢাকা, মে ১৯, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, স্থানীয় সময়: ০৮:১১:৫৮

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

আমেরিকা পোঁছাতেই মোদীর নামে জয়ধ্বনী এবং “ভারত মাতা কি জয়” স্লোগান

| ২৪ জ্যৈষ্ঠ ১৪২৩ | Tuesday, June 7, 2016

আমেরিকা পোঁছাতেই মোদীর নামে জয়ধ্বনী এবং ৫ দেশের বিদেশ সফরের মধ্যে আজ আমেরিকা পৌঁছালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়াসিংটনে তিনি মঙ্গলবার ভারতীয় সময় রাত ১২:৩০ মিনিটে পৌঁছান। গত ২ বছরে এটি মোদীর চতুর্থবার বিদেশ যাত্রা। বিমান মাটিতে নামার আগেই সেখানকার প্রবাশি ভারতীয়রা বিমানবন্দরে মোদিকে স্বাগত করার জন্য উপস্থিত হয়ে গিয়েছিলেন। পিএম পৌঁছানোর পরই সেখানে স্লোগান ওঠে “ভারত মাতাকি জয়” এবং সকলেই মোদী মোদী বলে জয়ধ্বনীও দিতে থাকেন। 

পিএম মোদীও নিজের গাড়িে হাত দেখিয়ে দাঁড়াতে বলে ওই মানুষ গুলির সঙ্গে স্বাক্ষাতের সিদ্ধান্ত নেন। এরপর তিনি অলিংটন সমাধিস্থলে যান যুদ্ধের বীর শহিদদের শ্রদ্ধা জানাতে। এবং তাঁদের সমাধিতে ফুলও দেন।

প্রসঙ্গত, ৬২৪ একর জমিতে এই কবরস্থানে শুধুমাত্র বীর সেনাদেরই সমাধি দেওয়া হয়। অলিংটনের এই সমাধিস্থলে ১৮৬১-১৮৬৫ সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধের শহিদদেরও সমাধি দেওয়া হয়েছে। ১৮৬৪ সালের ১৩ মে এই সমাধিস্থলের উদ্বোধন করা হয়।

এরপর মোদী আমেরিকার ব্লেয়ার হাউসে পোঁছান। এখানে নানা ধরনের ভারতীয় কলার প্রদর্শন করা হয়। এ্ই সময় মোদীর সঙ্গে সেখানকার অ্যাটর্নি জেনারেলও উপস্থিত ছিলেন।

আমেরিকাতে এসে মোদী সেখানকার ছাত্রদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরআগে তিনি সুইৎজারল্যান্ডের জেনেভাতেও ভারতীয় ছাত্র এবং বৈজ্ঞানিকদের সঙ্গে দেখা করেন। এবং সেখানে তিনি বলেন, কর চুরি আটকানো আমাদের প্রাথমিক কর্তব্য। কালো টাকার বিরোধীতা আমরা করছি। আমরা চাই অধিক পরিমানে সুইস নাগরিক ভারতে আসুন। এর জন্য ই-ভিসার ব্যবস্থাও করে দেওয়া হবে ভারতের তরফ থেকে।