ঢাকা, এপ্রিল ২৭, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৬:১৮:২০

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

আমার বুকেও প্রতিশোধের আগুন জ্বলছে : নরেন্দ্র মোদি

| ৬ ফাল্গুন ১৪২৫ | Monday, February 18, 2019

আমার বুকেও প্রতিশোধের আগুন জ্বলছে : নরেন্দ্র মোদি

ফাইল ছবি

 


কাশ্মীরের পুলওয়ামায় গত বৃহস্পতিবার গাড়ি বোমা হামলায় অন্তত ৪০ সেনা নিহত হওয়ার ঘটনায় বুকে ‘প্রতিশোধের আগুন জ্বলছে’ বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার বিহার রাজ্যে এক অনুষ্ঠানে গিয়ে নিহত সেনা সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এমন মন্তব্য করেন তিনি।

সন্ত্রাসীদের এমন হামলার ঘটনার তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়ে মোদি বলেন, দেশবাসীর মনে কতটা আগুন জ্বলছে আমি তা অনুভব করতে পারছি। জেনে রাখুন, যে আগুন আপনাদের বুকে জ্বলছে, আমার বুকেও সেই একই আগুন জ্বলছে। পুলওয়ামা হামলায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) নিহত সেনা বিহারের সঞ্জীব কুমার সিনহা ও ভাগলপুরের রতন কুমার ঠাকুরের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উপস্থিতিতে বারাউনিতে প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকার পাটনা মেট্রো রেল প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মোদি। তবে মোদির বক্তব্যে সবকিছু ছাপিয়ে মুখ্য হয়ে ওঠে পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনা।

গত বৃহস্পতিবার ভারত শাসিত জম্মু-কাশ্মীরে বোমা হামলায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) অন্তত ৪০ জন সদস্য নিহত হওয়ার ঘটনায় সেনাবাহিনীকে যে কোনো পদক্ষেপ নেয়ার স্বাধীনতা দেয়া হয়েছে বলে গতকাল জানান মোদি। তাছাড়া দিল্লির পক্ষ থেকে পাকিস্তানকে একঘরে করার হুমকিও দেয়া হয়েছে।

পুলওয়ামা হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক সশস্ত্র জঙ্গি সংগঠন জঈশ-ই-মোহাম্মদ। ভয়াবহ এ হামলার সমালোচনা কের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্সসহ একাধিক দেশ। দেশগুলো সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে থাকারও আশ্বাস দিয়েছে।