ঢাকা, মে ৫, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২৩:৩৪:৩২

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

আন্দোলনের নামে জনসম্পত্তি পোড়ানো নয়: ভারতীয় সুপ্রিম কোর্ট

| ১৩ ফাল্গুন ১৪২২ | Thursday, February 25, 2016

 

আন্দোলনের সময় জনসম্পত্তি ধ্বংসকারী ব্যক্তি বা রাজনৈতিক দলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত বলে আজ বুধবার মন্তব্য করেছেন ভারতের সুপ্রিম কোর্ট।

কিছুদিন আগে গুজরাটে কোটা সংরক্ষণের দাবিতে প্যাটেলদের আন্দোলনে নেতৃত্ব দেওয়া হার্দিক প্যাটেল তাঁর বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহের অভিযোগ চ্যালেঞ্জ করে একটি আবেদন করেন। এই আবেদনের শুনানিকালে সুপ্রিম কোর্ট এ কথা বলেন।

আদালত বলেছেন, ‘আন্দোলনের নামে আমরা জাতির সম্পত্তি পোড়াতে দিতে পারি না।’ দেশটির সর্বোচ্চ আদালত বলেছেন, জনসম্পত্তি ধ্বংসকারীদের শাস্তির ব্যাপারে একটি গাইডলাইন দেবেন তাঁরা। জনসম্পত্তি নষ্টের দায়ে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তাঁরা।

এর আগে হার্দিক প্যাটেলের আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট ওই আন্দোলনের সময় জনসম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রতিবেদন আকারে দেওয়ার জন্য বলেছিলেন।

বিচারপতি জে এস খেহারের নেতৃত্বে গঠিত বেঞ্চ বলেন, ‘বিজেপি, কংগ্রেসের মতো দল বা অন্য যে কাউকে অনুধাবন করতে হবে, আন্দোলনের নামে তারা জনসম্পত্তি ধ্বংস করতে পারে না।’

এদিকে, হরিয়ানায় সদ্য শেষ হওয়া জাঠদের কোটা সংরক্ষণের আন্দোলনে কমপক্ষে ৩৪ হাজার কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে।