ঢাকা, মে ৩, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৯:১৮:১০

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

আজ থেকে বিহারে মদ নিষিদ্ধ

| ২৩ চৈত্র ১৪২২ | Wednesday, April 6, 2016

নয়াদিল্লী : ভারতের বিহার রাজ্যে সব ধরনের অ্যালকোহল তৈরি ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরফলে দেশটির ড্রাই স্টেটের তালিকায় যুক্ত হল নীতীশ কুমারের রাজ্যের নাম।
আজ ২ ঘণ্টার মন্ত্রিসভার বৈঠকের পরে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ফলে এবার থেকে আইনত কোনো বার বা রেস্তোরাঁতেই অ্যালকোহল মিলবে না। তবে একমাত্র আর্মি ক্যান্টিনগুলোতে মদ পাওয়া যাবে।
পয়লা এপ্রিল থেকে গ্রামীণ এলাকায় দেশি মদের ওপর জারি হওয়া নিষেধাজ্ঞায় অভূতপূর্ব সাড়া মিলেছে বলে দাবি করে গোটা বিহারে আজ থেকে অ্যালকোহল পুরোপুরি নিষিদ্ধ করলেন নীতীশ কুমার।
নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসার আগে থেকেই নীতীশ কুমার ঘোষণা করেছিলেন, সরকারে আসলে অ্যালকোহল নিষিদ্ধ করার উদ্যোগ নেবে তাঁর সরকার। মূলত নারী ভোটারদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছেন তিনি। কেন না তাঁর দলকে ক্ষমতায় আনার ক্ষেত্রে নারী ভোটাররা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। সম্প্রতি তাঁর নেতৃত্বে বিহারের ২৪৩ জন বিধায়কই আনুষ্ঠানিকভাবে অ্যালকোহল থেকে দূরে থাকার শপথ নিয়েছেন। পুলিশকর্মীরাও সোমবার লাইন দিয়ে দাঁড়িয়ে ‘আর মদ ছোঁব না’ বলে শপথ নিয়েছেন।
গত শুক্রবার বিহারের গ্রামাঞ্চলে শুধু দেশী মদ বিক্রি ও খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল। প্রকাশ্যে দেশী মদ তৈরি, বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লে মৃত্যুদ- -এমন কঠোর সাজার ফলে চারদিনে গ্রামীণ, শহর এলাকায় সব দেশী মদের দোকানে ঝাঁপ পড়ে যায়। তবে সেদিন শহর-নগর এলাকায় বিদেশি মদ বিক্রি ও খাওয়া নিষিদ্ধ করা হয়নি। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রতিক্রিয়া দেখে ধাপে ধাপে ৬ মাসের মধ্যে সারা রাজ্যেই সব ধরনের মদ পুরোপুরি নিষিদ্ধ হবে। কিন্তু ৬ মাস অপেক্ষা করতে হল না, চারদিনের মধ্যেই বড়সড় সিদ্ধান্ত নিলেন তিনি। আজ থেকেই তা কার্যকর হচ্ছে। অর্থাৎ এখন থেকে বিহারে বার, রেস্তোরাঁসহ কোথাও বৈধ উপায়ে মদ পাওয়া যাবে না।
নীতীশ আজ বলেন, দেশি মদের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার চারদিনের মধ্যেই যে বিপুল সাড়া মিলেছে, তা বলা যায় এক প্রকার সামাজিক বিপ্লব, আন্দোলন। আমরা ভেবেছিলাম ৬ মাস পর পুরো নিষিদ্ধ করব। কিন্তু পটনা ও অন্য শহরগুলিতে নারী ও শিশুরা যেভাবে নিষেধাজ্ঞায় সমর্থন করেছে, তাতে স্পষ্ট, অ্যালকোহল-বিরোধী জনমত গড়ে উঠেছে। সেজ্ন্যই মাত্র ৪ দিনের মধ্যেই সারা রাজ্যে মদ পুরোপুরি নিষিদ্ধ হল।
মদ বিক্রি নিষিদ্ধ হলে রাজ্যের কোষাগারের ক্ষতি কীভাবে পুষানো হবে, প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি অ্যালকোহল থেকে রাজস্ব চান না। উল্লেখ্য,গত বছর বিহার মদ বেচে ৩৩০০ কোটি টাকা আয় করেছিল।
গত চারদিনেও নীতীশের মদে আংশিক নিষেধাজ্ঞায় সমর্থনের ঢল দেখা গিয়েছে।