ঢাকা, মে ৬, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৮:৪৬:২২

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

অপমানকারীদের বিরুদ্ধে মামলা তুলে নেবেন এরদোগান

| ১৬ শ্রাবণ ১৪২৩ | Sunday, July 31, 2016

আঙ্কারা : তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তায়িপ এরদোগান তাকে অপমাণ করার অভিযোগে দায়ের করা সব মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, সম্প্রতি ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার সময় ঐক্যের অনুভূতিতে তিনি অনুপ্রাণিত হয়েছেন।
তবে তিনি অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে হাজার হাজার মানুষের ওপর দমন পীড়নের সমালোচনাকারী দেশগুলোর ওপর কঠোর ভাষায় আক্রমণ আরো বাড়িয়েছেন। তিনি তাদের উদ্দেশে বলেছেন, ‘নিজের চরকায় তেল দেন।’
তিনি এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেলের সমালোচনা করে বলেন, তিনি অভ্যুাত্থানকারীদের পক্ষে ছিলেন।
জেনারেল ভোটেল বৃহস্পতিবার বলেন, কয়েকজন সামরিক নেতৃবৃন্দের গ্রেফতারে তুরস্ক-আমেরিকা সামরিক সহযোগিতা ক্ষতি হতে পারে।
এরদোগান শনিবার প্রেসিডেন্ট প্রাসাদে বলেন, ‘তাকে অপমাণ করার অভিযোগে দায়ের করা সব মামলা প্রত্যাহার করা হবে।’
তিনি বলেন, এটা সদিচ্ছার একটা লক্ষণ।
চলতি বছরের শুরুতে কর্তৃপক্ষ জানায়, প্রায় দুই হাজার লোক এ ধরণের মামলার সম্মুখীন।
তবে এরদোগান তার দমনপীড়নের সমালোচনা একেবারে কানেই তুলছেন না।