ঢাকা, এপ্রিল ২৭, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২০:১৩:২০

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

অজ্ঞতা গুণ নয় : ট্রাম্পের সমালোচনায় ওবামা

| ২ জ্যৈষ্ঠ ১৪২৩ | Monday, May 16, 2016

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন। ওবামা তার এক বক্তব্যে ট্রাম্পের প্রচারণাকে অ-বুদ্ধিবৃত্তিক উল্লেখ করে বলেছেন, ‘অজ্ঞতা কোন গুণ নয়।’
ওবামা সরাসরি ধনকুবের ট্রাম্পের নাম উল্লেখ না করলেও তাকে নিয়েই যে তিনি মন্তব্য করেছেন তা স্পষ্ট।
রোববার নিউজার্সিতে রাটগার্স ইউনিভার্সিটির ¯œাতক ডিগ্রি প্রদান অনুষ্ঠানে বক্তব্যে ওবামা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, অতীতের সুদিন সবসময়ই যে ভালো ছিল তা নয়। তিনি এ প্রসঙ্গে জাতি বৈষম্য, দারিদ্র ও নারীর প্রতি সমতার অভাবের কথা তুলে ধরেন।
তিনি বলেন, বিশ্ব আজ যে কোন সময়ের চেয়ে আন্ত:সম্পর্কিত এবং তা দিন দিনই বাড়ছে। দেয়াল নির্মাণে কোন পরিবর্তন আসবে না।
অবৈধ অভিবাসীদের ঠেকাতে ট্রাম্প তার প্রচারণায় যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে দেয়াল নির্মাণের কথা বলেছেন। এছাড়া তিনি প্রচারণায় আমেরিকাকে পুনরায় মহৎ করে গড়ার শ্লোগান তোলেন।
ওবামা বলেন, কোন দেয়ালই ইবোলা কিংবা জিকা ভাইরাসের মতো সংক্রামক রোগ থেকে আমেরিকাকে রক্ষা করতে পারবেনা।
মার্কিন প্রেসিডেন্ট যেসব রাজনীতিবিদ নিজেদেরকে স্পষ্টভাষী হিসেবে তুলে ধরেন কিন্তু রাজনৈতিক নির্ভুলতাকে এড়িয়ে চলেন তাদের সমালোচনা করে বলেন, রাজনীতি ও জীবনে অজ্ঞতা কোন গুণ নয়। কি বলা হচ্ছে সে সম্পর্কে না জেনে উদাসীন থাকা যাবে না।