ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২২:৪০:১৯

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

দেওভোগস্থ আশ্বিন ও বৈশাখ সমিতির পরিচালক বাদল রায়ের নন্দীপাড়াস্থ বাড়ী বিজ্ঞ আদালতের আদেশে অগ্রিম ক্রোক

| ৭ কার্তিক ১৪২১ | Wednesday, October 22, 2014

p15200231.jpg

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন দেওভোগস্থ আশ্বিন ও বৈশাখ সমিতির পরিচালক বাদল রায় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ ভূইয়ারবাগের মুক্তিযোদ্ধা রফিকুল আলম গং সহ ৩৫ জনের সর্বমোট ২,১০,৩৫,১৮০/- (দুই কোটি দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার একশত আশি) টাকা আত্মসাৎ করায় রফিকুল আলম গং সহ উক্ত ৩৫ জন বাদী হয়ে নারায়ণগঞ্জ বিজ্ঞ ১ম যুগ্ম জেলা জজ আদালতে মানি মোকদ্দমা নং-২/২০১৪ দায়ের করেন। এবং পরবর্তীতে বাদীপক্ষের ০৬/০৮/২০১৪ ইং তারিখে দেঃ কাঃ বিঃ আইনের ৩৮ আদেশ, ৫ রুল তৎসহ ১৫১ ধারার বিধান মতে ১নং বিবাদীর স্বত্বাধীন  জেলা-নারায়ণগঞ্জ, থানা ও সাব-রেজিস্ট্রি অফিস- নারায়ণগঞ্জ, সি.এস-১৮৫, এস.এ-৬৮, আর.এস-৭ নং মৌজা- দেওভোগ ‘ম’ খন্ডস্থিত ৬১ শতাংশ হইতে ০৬.৫১ শতাংশ বাড়ী, যাহার চৌহুদ্দি:- উত্তরে- মোঃ কামরুজ্জামান ভূঞা, দক্ষিন ও পশ্চিমে- এজমালী চলাচলের রাস্তা, পূর্বে- কামরুজ্জামান ভূঞা বর্ণিত সম্পত্তি অগ্রিম ক্রোকের জন্য বিজ্ঞ আদালতে প্রার্থনা করেন।

p15200131.jpg

যাহার পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত ৩০/০৯/২০১৪ ইং তারিখের শুনানী শেষে বাদল রায়ের বাড়ির অগ্রিম ক্রোকের আদেশ প্রদান করেন। যাহা ২২/১০/২০১৪ ইং তারিখে আদালতের জারীকারক কর্তৃক উক্ত অগ্রিম ক্রোকের আদেশের বিজ্ঞপ্তি ও আদেশ বাদীপক্ষ ও জনসাধারণের সম্মুখে জারী করেন।