ঢাকা, মে ২, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৪:০৩:৪৬

এ পাতার অন্যান্য সংবাদ

বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের সাংস্কৃতিক সম্পৃক্ততার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সংসদে কার্যকরী ভূমিকা রাখতে স্বতন্ত্র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে অসাধারণ সাফল্য দেখিয়েছে পিপিপি বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী

‘সাহসের সঙ্গে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে’

| ১০ আশ্বিন ১৪২২ | Friday, September 25, 2015

   

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ মিশন প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্টজনদের ঈদ শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশের অগ্রগতি রোধ করতে যারা সংকট সৃষ্টি করেছিল; তারা জনগণের কাছে চিহ্নিত হয়েছে। দেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখার জন্য মানুষের সৃষ্ট সংকট যাতে আর না আসে, তা আমাদের নিশ্চিত করতে হবে। বাংলাদেশ বিশ্বের কাছে আজ রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। আমাদের এ অর্জনকে টিকিয়ে রাখতে হবে। হা-হুতাশ করে কিছুই হবে না। সাহসের সঙ্গে আমাদের দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।’

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্টজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে সবার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ছবি: ফোকাস বাংলা

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী এখন নিউইয়র্কে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ মিশন এই ঈদ সন্ধ্যার আয়োজন করে। নগরের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

ঈদের শুভেচ্ছা বিনিময়ের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের মিনায় নিহত হাজিদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি উদ্বিগ্ন প্রবাসীদের বলেন, হতাহতদের মধ্যে বাংলাদেশিরাও আছেন। গতকাল পর্যন্ত তিনজন বাংলাদেশি নারী হাজি নিহত হওয়ার নিশ্চিত তথ্য পাওয়া গেছে। এ ছাড়া ৪০ জন নিখোঁজ আছে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। বিপন্ন যেকোনো বাংলাদেশি হাজিকে সহযোগিতা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি নিজে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলেও জানান।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্টজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ছবি: ফোকাস বাংলা

শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর যোগদানের সারসংক্ষেপ প্রবাসী বিশিষ্টজনদের অবহিত করেন। তিনি বলেন, জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার সবগুলো সূচক বাংলাদেশ অর্জন করেছে। বাংলাদেশের প্রতিটি মানুষ এ অর্জনের গর্বিত অংশীদার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতিসংঘের এবারের অধিবেশনে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার অর্জনকে কীভাবে স্থায়ী করা যায়, তাঁর কর্মকৌশল নিয়ে আলোচনা হবে। এর সঙ্গে তিনি যোগ করেন, বাংলাদেশের মানুষ বিশ্বের উন্নয়নে নেতৃত্ব প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করবে। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যখন বাংলাদেশের মানুষ কাজ করে, তখন তাদের পক্ষে কোনো কিছু অর্জন করাই কঠিন নয়।
এই আয়োজনে প্রবাসী লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। ছবি: ফোকাস বাংলা

সভার এ পর্যায়ে প্রধানমন্ত্রী শ্রদ্ধার সঙ্গে মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। তিনি বলেন, ‘তাঁরা দেশটি স্বাধীন না করলে আমরা আজকের বাংলাদেশ পেতাম না। আমার কাছে চ্যালেঞ্জ ছিল, কারও দিকে হাত না পেতেই আমাদের এগিয়ে যাওয়ার। হাত পেতে নয়, নিজেদের চেষ্টাতে আমরা মধ্যম আয়ের দেশের প্রথম সোপানে পৌঁছে গেছি। ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে এবং ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।’ তিনি আরও বলেন, ‘জাতির জনক বলে গেছেন বাঙালিদের কেউ দাবায়ে রাখতে পারবে না। আমরা প্রমাণ করেছি, আমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না। প্রাকৃতিক বিপর্যয় যেমন আমরা মোকাবিলা করেছি; মানুষ সৃষ্ট বিপর্যয়ও এভাবে মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাবে।’
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে অনেকেই গল্পে মাতেন। ছবি: ফোকাস বাংলা

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন স্বাগত বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সফরসঙ্গী স্পিকার শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রিসভার সদস্য আবুল মাল আবদুল মুহিত, খন্দকার মোশাররফ হোসেন, এ এইচ মাহমুদ আলী, নুরুল ইসলাম বিএসসি, মেহের আফরোজ চুমকি এবং উপদেষ্টা মশিউর রহমান, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।