ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৩:০৪:০৮

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

‘পূজায় দেশি-বিদেশি সবার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা’

| ৬ কার্তিক ১৪২২ | Wednesday, October 21, 2015

‘পূজায় দেশি-বিদেশি সবার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা'

ঢাকা: পূজায় দেশি-বিদেশি সবার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ। তিনি বলেন, ‘ঢাকাসহ সারা দেশে ২৮ হাজারেরও বেশি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।’

সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বনানীর সার্বজনিন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

তিনি আরো বলেন, ‘পোশাকে, সাদাপোশাকে বিপুলসংখ্যাক র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্য পূজামণ্ডপে দায়িত্ব পালন করছেন।’

মহাপরিচালক বলেন, ‘দেশে ২ জন বিদেশিকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। তার তদন্ত চলছে। তবে দেশি বা বিদেশি নাগরিক হোক আমাদের কাছে প্রতিটি জীবনই মূল্যবান। আমরা সবার নিরাপত্তার ব্যবস্থা করবো।’

তিনি বলেন, ‘নিরাপত্তার ইস্যু নিয়ে আমরা বিস্তারিত বলতে চাই না। তবে প্রতিটি পূজামণ্ডপে র‌্যাবের বম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড ইউনিট সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবে।’

ডিজি বলেন, ‘আশুরা ও বিসর্জন এবার একসঙ্গে হচ্ছে। অতীতে আমরা একসঙ্গে ভিন্নভিন্ন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান নির্বিঘ্নে করেছি। আশা করছি, শান্তিপূর্ণ পরিবেশে নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব পালন করতে পারবো।’