ঢাকা, এপ্রিল ২৭, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৯:১১:৫৫

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

১৪৫ ধারা ও সোনারগাঁ থানার নোটিশ অমান্য করে আতাউর রহমান গং কর্তৃক তপন সাহা ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলা : ঘটনা তদন্তে থানায় অভিযোগ

| ২৮ চৈত্র ১৪২৪ | Wednesday, April 11, 2018

Image may contain: 7 people, people standing and text

গত ১০ এপ্রিল নারায়ণগঞ্জ সোনারগাঁ  নগর জোয়ার গ্রামে ব্যবসায়ী তপন সাহার বাড়ীতে   স্থানীয় চেয়ারম্যান ডঃ আঃ রউফ এর ইন্ধনে আতাউর রহমান গং কর্তৃক সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। সে ও তার সঙ্গবদ্ধ দলবল  ১৪৫ ধারা মোতাবেগ বিজ্ঞ অদালত সোনারগাঁ থানার নোটিশ অমান্য করিয়া এর আগে  গত ১২/১০/২০১৭ইং  তারিখে বসতবাড়ী দখলচেস্টা,গোডাউনঘর কারখানা ভাংচুর, মালামাল লুটসহ  মারধরের ঘটনা ঘটায় এবং সর্বশেষ বিবাদীপক্ষ ১০/০৪/২০১৮ইং  তারিখ   ঘটিকায়  তপন সাহার করা মামলায় ১৪৫ ধারার তদন্ত করতে সার্বেয়ার স্বরজমিনে  আসবেন জেনে  ঐদিনই অনুমানিক সকাল .৩০ ঘটিকায়  আতাউর রহমান গং পুনঃরায় তার দলবল নিযে ভূয়া দখল দেখাতে একটি সাইনবোর্ড  নিয়ে তার বসত বাড়ীতে এসে জোড়পূর্বক তা স্থাপন করে,এতে বাধাদিলে তপন সাহা ও তার স্ত্রী গীতা রানী সাহার উপর সন্ত্রাসী হামলা চালিয়ে তার স্ত্রীর  গলায় থাকা ১ভরি ওজনের ১টি স্বনের্র চেইন নিয়ে যায় বলে অভিযোগ করেন ভূক্তভোগী তপন সাহা তপন সাহা আরো বলেন ইতিপূর্বে আমার মা আতাউর রহমান গং-দের ভয়ে গত পাঁচ এপ্রিল পরলোক গমন করেন তাদের মধ্যে যদি সামান্যতম মনুস্বত্ত থাকত তাহলে তারা আমার মাতৃ বিয়োগের কথা চিন্তা করে হলেও সন্ত্রাসী কর্মকান্ড থেকে বিরত থাকত ।তিনি এঘটনায় প্রশাসনসহ সকলের সহযোগীতা কামনা করেন। পরে এ ঘটনায়  তারা  উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স সোনারগাঁ চিকিৎসা নেন এবং গত ১০/০৪/২০১৮ইং সন্ধ্যায় তপন সাহা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন যার দ্বায়িত্ত প্রাপ্ত তদন্ত কর্মকর্তা এস আই সেন্টু (মোবাঃ নং-০১৭১০ ৬৮৮৬৭১)। এঘটনায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষে নিন্দা ও ক্ষোভ প্রকাশসহ জড়িতদের অভিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্ট্যান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহন করার জোড় দাবী জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সিনঃ সহ-সভাপতি ও বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সেক্রেটারী জেনারেল মানিক চন্দ্র সরকার। অভিযোগটি হুবুহু তুলেধরা হল……

Image may contain: text

বরাবর,

       অফিসার ইনচার্জ 

       সোনারগাঁ থানা,নারায়ণগঞ্জ

বিষয় অভিযোগ প্রসঙ্গে

মহোদয়,

         যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী তপন সাহা (৪৮), পিতা-মৃত নগন্ড সাহা, সাং- নগর জোয়ার, থানা- সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ আপনার থানায় হাজির হইয়া বিবাদী ) আতাউর রহমান (৪৫), সাং-রায়পুর, বর্তমানে সাং-বন্দরা, পোঃ- মোগড়াপাড়া, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ  ) আকলিমা বেগম, ) হাওয়া বেগম, সর্বপিতা-মৃত আঃ আজিজ প্রধান, ) ইলিয়াস মিয়া , ) নাজির হোসেন মাতা- আকলিমা সর্বসাং- নগর জোয়ার, থানা- সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ এর বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করিতেছি যে, আমি একজন ব্যবসায়ী উপরোক্ত ঠিকানার জমি আমি খরিদ সূত্রে মালিক হইয়া নিজ নামে খারিজ করিয়া বসত বাড়ী নির্মাণ করিয়া কিছু অংশে ঘর কিছু অংশে গোডাউসহ কারখানা নির্মাণ করিয়া ভোগ দখল করিয়া আসিতেছি গত অনুমান / বৎসর পূর্ব হইতে উক্ত সম্পত্তি নিয়ে বিবাদীর সহিত আমার বিরোধ চলিয়া আসিতেছে এবং বিজ্ঞ আদালতে ১৪৫ ধারা পিটিশন মামলা নং-৫২০/২০১৭ ইং চলিতেছে উক্ত বিরোধের জের হিসাবে বিবাদী তাহার আরো লোকজন নিয়ে বিভিন্ন সময়ে আমার সহিত কারনে অকারনে ঝগড়া বিবাদ করিয়া বিভিন্ন ভয়ভীতি সহ হুমকি প্রদান করিয়া থাকে এবং আমাকে সম্পত্তি ভোগ দখলে বাধা প্রদান সহ জোর পূর্বক সম্পত্তি দখল করার পায়তারা করিতে থাকে সর্বশেষে ইং ০৮/১০/২০১৭ইং তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় বিবাদী পূর্বের ন্যায় আমার সহিত আমার নিম্নতফসীলভুক্ত সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হইয়া আমাকে বিভিন্ন ভয়ভীতি সহ হুমকি প্রদান করে যে, আমি এবং আমার পরিবারের কেহ উক্ত সম্পত্তিতে থাকতে পারবনা, থাকলে আমাদেরকে মারধর সহ খুন করিয়া ফেলিবে, বিভিন্ন মিথ্যা মামলায় জড়াইয়া হয়রানী করিবে, জোর পূর্বক সম্পত্তি জবর দখল সহ সম্পত্তি হইতে উচ্ছেদ করিয়া দিবে, এমনকি যে কোন ক্ষতি সাধন করিবে তারই পরিপ্রেক্ষিতে গত ১২/১০/২০১৭ইং তারিখ অনুমানিক সকাল ঘটিকায় উপরোক্ত আসামীগনসহ আরো ১০/১২ জনের সঙ্গবদ্ধ দলবল নিয়া ১৪৫ ধারা মোতাবেগ বিজ্ঞ অদালত সোনারগাঁ থানার নোটিশ অমান্য করিয়া আমার বসতবাড়ী দখলচেস্টা,গোডাউনঘর কারখানা ভাংচুর, মালামাল লুটসহ আমাদের মারধর করে  অনুমানিক ,০০০০০ (একলক্ষ) টাকর ক্ষতসিাধন করে এবং প্রস্থানের সময়  স্থানীয় চেয়ারম্যান ডঃ আঃ রউফ এর ভয় দেখিয়ে বলে যে, বিষয়ে থানা পুলিশ অথবা অন্য কাউকে জানাইলে পরিস্থিতি আরো ভয়াভহ হইবে ১০/০৪/২০১৮ইং তারিখে ঘটিকায় আমার করা ১৪৫ ধারার মামলায় সার্বেয়ার স্বরজমিনে তদন্তে আসবেন জেনে সর্বশেষ ১০/০৪/২০১৮ইং তারিখ অনুমানিক সকাল .৩০ ঘটিকায় উপরে বর্নিত আসামীগন তার দলবল নিযে য়া দখল দেখাতে একটি সাইনবোর্ড  নিয়ে আমার বসত বাড়ীতে এসে জোড়পূর্বক স্থাপন করে,এতে অমরা বাধা দিলে উপরোক্ত ৩নং বিবাদী আমার স্ত্রী গীতা রানী সাহাকে স্বজোড়ে চুলের মুঠি ধরিয়া মাটিতে ফেলিয়া এলোপাথারী কিলঘুষি মারিয়া তার শরীরে বিভিন্ন স্থানে নীলাফুলা করে তাতে আমি বাধা দিলে অন্যান্য আসামীরা আমাকেও এলোপাথারী কিলঘুষি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা করে এতে আমার আমার স্ত্রীর গীতা রানী সাহার শারিরিক ক্ষতিসহ তার গলায় থাকা ১ভরি ওজনের ১টি স্বনের্র চেইন খোয়া যায় এহেন ঘটনায় আমরা আত্মচিৎকার করতে থাকলে বিবাদীরা ঘটনাস্থল থেকে দ্রুত প্রস্থান করে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সোনারগাঁ চিকিৎসা নেয়ায় মাতৃদশা ক্রিয়া থাকায় অভিযোগ দয়েরে কিছুটা বিলম্ব হইল

 অতএব, বিনীত প্রার্থনা উল্লেখিত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে আপনার মর্জি হয়

তারিখ-১১/০৪/২০১৮ইং

বিনীত

 (তপন সাহা)

মোবা: ০১৭১৫-৮৫২৬৭৫