ঢাকা, এপ্রিল ২৮, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২২:০৫:৪১

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

হোস্টেলের পথে বাসের ধাক্কায় নিহত মেডিকেলছাত্রী

| ১৩ ফাল্গুন ১৪২৩ | Saturday, February 25, 2017

 

রাজধানীর পুরান ঢাকায় আজ সকালে বাসের ধাক্কায় এক মেডিকেলছাত্রী নিহত হন। তাঁর লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়। ছবি : সংগৃহীত

পুরান ঢাকার নয়াবাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মেডিকেলের এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর মা।

আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রীর নাম সাদিয়া হাসান (২২)। তিনি  পুরান ঢাকায় অবস্থিত ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে পড়তেন।

সাদিয়ার বাবার নাম হাসানুজ্জামান। তাঁদের বাড়ি রাজশাহীর রাজপাড়া থানার হররামপুর গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী থেকে আজ সকালে মা শাহীন সুলতানার সঙ্গে কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে নামেন সাদিয়া। সেখানে থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে যাচ্ছিলেন কলেজের হোস্টেলে। পথে পুরান ঢাকার নয়াবাজার মোড়ে অটোরিকশাটিকে পেছন দিক ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস। এতে মা ও মেয়ে উভয়ই মাথায় আঘাত পান। পরে দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন।

সাদিয়ার মা ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উ্পপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহত মেডিকেলছাত্রীর মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।