ঢাকা, এপ্রিল ২৭, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০০:৪৩:০৬

এ পাতার অন্যান্য সংবাদ

বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের সাংস্কৃতিক সম্পৃক্ততার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সংসদে কার্যকরী ভূমিকা রাখতে স্বতন্ত্র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে অসাধারণ সাফল্য দেখিয়েছে পিপিপি বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী

স্বাধীনতা পুরস্কার তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী

| ১০ চৈত্র ১৪২২ | Thursday, March 24, 2016

ঢাকা : বিভিন্ন বিষয়ে বিশেষ অবদানের জন্য মোট ১৪ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার তুলে দিচ্ছেন।

এর আগে গত ৭ মার্চ  সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০১৬ সালের স্বাধীনতা পদকের জন্য ১৪ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। দেশের সর্বোচ্চ এ রাষ্ট্রীয় পুরস্কারের জন্য মনোনিতরা হলো: প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন করায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে। মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে এই তালিকায় রয়েছেন বর্তমান সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রমানিক।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য আরও যারা স্বাধীনতা পদক পাচ্ছেন তারা হলেন- মৌলভী আচমত আলী খান (মরনোত্তর), স্কোয়ার্ডন লিডার (অব.) বদরুল আলম, বীর উত্তম, শহীদ শাহ আবদুল মজিদ (মরনোত্তর), শহীদ এম আবদুল আলী (মরনোত্তর), একেএম আবদুর রউফ, কে এম শিহাব উদ্দিন, ও সৈয়দ হাসান ইমাম।

মাতৃভাষায় অবদান রাখার জন্য স্বাধীনতা পদক পাচ্ছেন রফিকুল ইসলাম (মরনোত্তর) ও আবদুস সালাম। সংস্কৃতিতে রবীন্দ্র সংঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

পাটের জীবন রহস্য আবিষ্কারের জন্য মরনোত্তর এই পদক পেয়েছেন প্রয়াত মরহুম বিজ্ঞানী অধ্যাপক মাকসুদুল আলম (মরনোত্তর)। চিকিৎসায় ডা. এম আর খান।

জনসেবায় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ নৌবাহিনী ২০১৬ সালের স্বাধীনতা পদকের জন্য মনোনীত হয়েছে। স্বাধীনতা পদক দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। ২৬মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে।