ঢাকা, এপ্রিল ২৯, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০১:০২:৩৭

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

সাংসদ সিমিন হোসেন রীমির হস্তক্ষেপে নৃপেন্দ্র বর্মনের পৈত্রিক জমি দখলচেস্টা বন্ধ।

| ৩১ আষাঢ় ১৪২৩ | Friday, July 15, 2016

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সাফাইশ্রী গ্রামে জোরপূর্বক নৃপেন্দ্র বর্মনের পৈত্রিক জমি দখল চেস্টার অভিযোগ পাাওয়া গেছে। ভুক্তভোগী নৃপেন্দ্র বর্মন অভিযোগ করে দি বিডি টাইমমস্ টোয়েন্টিফোর ডটককম কে বলেেন আমাদের পৈত্রিক জমি স্থানীয় সায়েবালি মুক্তারের ছেলে তোফাজ্জল ও তার দলবল গত ১১ জুলাই আনুমানিক সকাল ১০টায় দখল করতে এসে  চল্লিশ বৎসরের পুরাতন গাছপালা কাটতে থাকে এবং জমিতে পাকা দেয়াল ওঠাতে থাকে। এসময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মাধ্যমে আমাদের সাংসদ  সিমিন হোসেন রীমিকে জানালে তিনি তাাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কাজ বদ্ধ রাখতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করার নির্দেশ দেন । সেই মতাাবেক উপজেলা ভূমি কর্মকর্তা সরজমীনে গিয়ে তাদের অপচেষ্টা বন্ধ করে এবং উভয় পক্ষকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈদ কাগজ দেখানোর জন্য তার অফিসে  তলব করলে বিবাদী পক্ষ কোন বৈদ কগজপত্র দেখাতে পারেনি। তোফাজ্জল হোসেনের সাথে কথা বললে তিনি জানান  আমি জমির ভায়না দিয়েছি এখনো কাবলা করিনি। নৃপেন্দ্র বর্মন আরও বলেন তোফাজ্জল একাধিকবার অামাকে ও আমার পরিবারকে হুমকি দিয়েছে এবং বলেছে প্রসাশন এখন আমাদের, ২৫ -৩০ টা মামলা করলেও আমাকে কিছুই করবে না বরং ওল্টো তোদের নামে মামলা দিয়ে তোদের জেলে ডোকাবে। বর্তমানে অামি ও আমার পরিবার জমি দখলসহ নানা ধরনের বিপদের আশঙ্খায় চরমআতঙ্কে দিনাতিপাত করছি কখন যে কি করিয়া ফেলে তাবলা যায়না । উক্ত সমস্যা সমাধানে আমি মানণীয় প্রধানমন্ত্রী ও ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি।