ঢাকা, মে ২, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৪:৫২:২৫

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

সুনামগঞ্জ-২ আসন ও কুমিল্লা সিটি নির্বাচন ৩০ মার্চ

| ৮ ফাল্গুন ১৪২৩ | Monday, February 20, 2017

Image result for সিটি নির্বাচন

ঢাকা : আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের সুনামগঞ্জ-২ (শাল্লা ও দিরাই) আসনে উপ-নির্বাচন আগামী ৩০ মার্চ। একইদিনে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনও অনুষ্ঠিত হবে।

আজ দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন।
এর আগে দায়িত্ব নেয়ার পর আজ প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠক করে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান। বৈঠকে ইসি সচিব মো. আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী সুনামগঞ্জ-২ আসনে উপনির্বাচনে মনোনয়পত্র জমা দেয়ার শেষ দিন ২ মার্চ। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন ৫ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ।
অপরদিকে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়পত্র জমা দেয়ার শেষ দিন ২ মার্চ। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ৫ ও ৬ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ।
সিইসি বলেন, সুনামগঞ্জ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৫২ হাজার ৪৩০। ভোট কেন্দ্রের সংখ্যা ১১০টি ও ভোটকক্ষ ৫০২টি।
অন্যদিকে কুমিল্লা সিটি কর্পোরেশনে ভোটার সংখ্যা ২ লাখ ৭ হাজার ৩৮৪ জন। এখানে সাধারণ ওয়ার্ড ২৭টি। সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ৯টি। সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ৬৫টি। সম্ভাব্য ভোটকক্ষের সংখ্যা ৪২১টি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি নির্বাচনগুলো সুষ্ঠু হবে আশাবাদ ব্যক্ত করে সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটার, জনগণ ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন।
জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ৫ ফেব্রুয়ারি মারা যান। এতে ওই আসনটি শূন্য হয়ে যায়।