ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৮:৩৬:৪৪

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

সিরাজদিখানে প্রতিমা ভাঙচুর

| ২৯ জ্যৈষ্ঠ ১৪২৫ | Tuesday, June 12, 2018

Image may contain: 2 people

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। উপজেলার বাসাইল ইউনিয়নের চরবিশ্বনাথ গ্রামে হরগৌরী বাড়িতে রবিবার রাতে ধর্মদেব ও রাধাকৃষ্ণ মন্দিরে এই ভাঙচুর চালানো হয়। দুর্বৃত্তরা মন্দিরের দরজা-জানালাও ভেঙে ফেলেছে।

চরবিশ্বনাথ গ্রামে হরগৌরী বাড়ির ধর্মদেব ও রাধাকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক বাবু দিলীপ মন্ডল জানান, ‘গভীর রাতে আখড়ায় মন্দিরের ভেতরে ঢুকে ধর্মদেবের প্রতিমা এবং রাধাকৃষ্ণ মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এসময় মন্দিরের মূল্যবান জিনিসপত্র নষ্ট করা হয়েছে।’

মন্দিরের সেবায়েত স্বরস্বতী বাড়ৈ বলেন, ‘আমি রবিবার রাত ৭টায় মন্দিরের গেট ও দরজা বন্ধ করে বাড়িতে ঘুমাতে যাই। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় পূজার জন্য মন্দিরে এসে দেখি জানালা ভাঙা, ধর্মদেব ও রাধাকৃষ্ণ বিগ্রহের মাথা ভাঙা। পরে সবাইকে ডেকে মন্দিরে আসতে বলি। সোমবার সকালে খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ও এলাকার বিভিন্ন দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।’

এ ব্যাপারে সিরাজদিখান থানার এস আই মনজুর আহম্মেদ বলেন, ‘এক শ্রেণির নেশাখোর একটি চক্র এই ন্যাক্কারজনক কাজ গোপনে করে যাচ্ছে। মন্দিরের জানালা দিয়ে ধাক্কা মেরে হয়তো মূর্তি ফেলে দিয়েছে। আমরা চেষ্টা করছি তা শনাক্তের জন্য। আশা করছি দ্রুত এই দুর্বৃত্তদের আটক করা হবে।’