ঢাকা, এপ্রিল ২৭, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১০:০৬:০১

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

সাতক্ষীরায় প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

| ২৬ আশ্বিন ১৪২২ | Sunday, October 11, 2015

 

 

এ দেশের রাষ্ট্রীয় কাঠামো ধর্মনিরপেক্ষতার উপর প্রতিষ্ঠিত। অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়ে এ দেশের স্বাধীনতা এসেছিল। তাতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রীষ্টান সকলেই অংশ নিয়েছিল। অথচ সংখ্যালঘু হওয়ার অপরাধে তাদের জমি শত্র” সম্পত্তি হিসেবে গ্রহণ করেছে সরকার। সারা বিশ্বে এমন বিরল দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না। রাষ্ট্র কাঠামোতে যেখানে সংখালঘুদের সমান অধিকার থেকে বঞ্চিত করার স্বীকৃতি দেওয়া হচ্ছে সেক্ষেত্রে মৌলবাদি বা সন্ত্রাসীরা হিন্দু সম্প্রদায়ের প্রতিমা ভাঙচুর বা জমি জবরদখল করতে সূযোগ নেবে না কেন? এমন প্রশ্ন করেন বক্তারা। গত ৬অক্টোবর রাতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর কর্মকরপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে সদ্য নির্মিত প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখা আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরো বলেন, প্রতাপনগর জামায়াত অধ্যুষিত একটি ইউনিয়ন। দীর্ঘ ৩৫বছর ধরে এখানে শান্তিপূর্ণভাবে পুজা পার্বন শেষ হলেও বর্তমান পরিস্থিতিতে প্রতিমা ভাঙচুরের বিষয়টি নিন্দনীয়। পবিত্র হ্জ্ব সম্পর্কে কটুক্তি সংক্রান্ত ফেসবুকে স্টাটাস লেখার অভিযোগে ‘লিডার্স’র নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলকে মামলার আগেই গ্রেপ্তার করা যায়। অথচ প্রতিমা ভাঙচুরের ঘটনায় তিন দিনেও কোনো সন্ত্রাসী গ্রেপ্তার হয় না। অনতিবিলম্বে সন্ত্রীদের চিহ্নিত করে গ্রেপ্তার না করলে পূজার আগেই বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
গতকাল বিকেল চারটায় শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে মানববন্ধন কর্মসূচি চলাকালে জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য হেনরী সরদারের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য গোষ্ট বিহারী মন্ডল, জয় মহাপ্রভু সেবক সংঘের সভাপতি বিশ্বানাথ ঘোষ, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, প্রচার সম্পাদক বিকাশ কুমার দাস, সদর শাখার সম্পাদক নিত্যানন্দ আমীন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য এড. ফাহিমুল হক কিসলু, অধ্যক্ষ শিবপদ গাইন, সুকেশ চক্রবর্তী, রামপদ দাশ, সমীর বসু, প্রতাপনগর কর্মকারপাড়া সার্বজনীন দুর্গাপুজা উদযাপন কমিটির সভাপতি অমিত কুমার সোম, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, অপরেশ পাল, সাংবাদিক রঘুনাথ খাঁ, তপন কুমার শীল, বাসুদেব সিংহ, যুব সংগঠণের নেতা সুমন অধিকারি, রণজিৎ সরকার। এছাড়া উপস্থিত ছিলেন, অধ্যক্ষ নির্মল দাশ, অমেরন্দ্র নাথ ঘোষ, রঘুজিৎ গুহ, আনন্দ সরকার, কানাই লাল সাহা কানু প্রমুখ। - See more at: http://eibela.com/article/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A6%9A%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A8-%E0%A6%93-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6#sthash.Gb9E3VgP.dpuf