ঢাকা, এপ্রিল ২৯, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০১:০৭:৩৩

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

সাংবাদিক হত্যাকারীদের শাস্তি ও পুলিশী হামলা-নির্যাতন বন্ধের দাবি করেছে বিএফইউজে-ডিইউজের

| ২২ মাঘ ১৪২৩ | Saturday, February 4, 2017

Image result for বিএফইউজে-ডিইউজের

ঢাকা, ৪ ফেব্রুয়ারি ২০১৭ (বাসস) : সিরাজগঞ্জের শাহজাদপুরের সমকাল প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল নিহত হওয়ার ঘটনায় গভীর ক্ষোভ, উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে )ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতৃবন্দ।
আজ শনিবার এক যুক্ত বিবৃতিতে বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক এবং ডিইউজে ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিক এভাবে হত্যার শিকার হওয়া সভ্য সমাজে কাম্য হতে পারে না।
বিবৃতিতে নেতারা অবিলম্বে আব্দুল হাকিম শিমুলের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করে শিমুলের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে শিমুলের প্রাণহানি ঘটেছে বলে তার পরিবারের সামগ্রিক ভার বহনের দায়িত্ব শিমুলের নিয়োগ কর্তার উপর বর্তায়।
বিবৃতিতে নেতৃবৃন্দ সাংবাদিক ঈশান-বিন-দিদার, ক্যামেরা পারসন আব্দুল আলীম, ফটো সাংবাদিক জীবন আহমেদের উপর হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিক সিদ্দিকুর রহমান ও মামুনুর রশীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।
তারা বলেন, এ ধরনের পুলিশী হামলা ও ষড়যন্ত্রমূলক মামলা পুলিশের ভাবমূর্তি নষ্ট করার পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে পুলিশের সম্পর্কের অবনতি ঘটতে পারে।