ঢাকা, মে ৪, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২২:৪২:৩৭

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমীস্নানে লাখো মানুষের ঢল। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের সেবাদান।

| ১৫ চৈত্র ১৪২৪ | Thursday, March 29, 2018

Image may contain: 6 people, including Sanjoy Roy, people standing and outdoor
গত ২৪ মার্চ শনবিার ও ২৫ মার্চ রববিার হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য আমার পাপ হরণ কর মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে জগতের যাবতীয় সংকীর্নতা ও পঙ্কিলতার আবরনে ঘেরা জীবন থেকে পাপমুক্তির বাসনায় নারায়ণগঞ্জে লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত হয়েছে হিন্দুধর্মাবলন্বীদের মহাষ্টমী স্নানোৎসব। মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমীস্নানে এবারো ঢল নামে লক্ষ্য লক্ষ্য মানুষের ।

৯ই চৈত্র ( ২৪ মার্চ ) শনবিার সকাল ১০-১৪মিঃ থেকে অষ্টমী শুরু হয়ে চলে ১০ই চৈত্র (২৫ মার্চ) রববিার সকাল ৭-৫২-৫০সেঃ পর্যন্ত। শনিবার সকালে তিথি শুরু হওয়ার পর থেকে ঢল নামে ব্রহ্মপুত্র নদে। অনেকে শুক্রবার রাতেই ভীড় করে স্নানোৎসব স্থলে।

বাংলাদেশের বিভিন্ন এলাকা ছাড়াও পাশের দেশ ভারত, নেপাল হতেও প্রচুর সংখ্যক লোকজন এসেছে। উক্ত স্নানোৎসব উপলক্ষ্যে মোট ৩৬টি সেবাকেদ্র সেবা দান করেছে তার মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও হিন্দু হেরিটেজ ফাউন্ডেশন সেবা কেন্দ্রের মাধ্যমে তীর্থযাত্রীদের চিকিৎসা সেবা, স্বেচ্ছাসেবক টিম, প্রসাদ বিতরণ, বিশ্রামের ব্যবস্থা, স্নান শেষে পরিধেয় বস্ত্র পরিবর্তনের সু-ব্যবস্থা সহ নানাবিধ সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের স্বেচ্ছাসেবক টিম প্রেমতলা ঘাট ও তৎসংলগ্ন রাস্তায় শৃংখলার দায়িত্ব পালন করেন। উক্ত অনুষ্ঠান উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ধর্মীয় আলোচনা সভা,বৈদিক যষ্ণ, তীর্থ আহ্বানের মাধ্যমে স্নানোযাত্রা আয়োজন করে ।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সিনিয়র সহ-সভাপতি ও হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের সেক্রেটারী জেনারেল মানিক চন্দ্র সরকার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানমালায় উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির মহাসচিব এড. গোবিন্দ চন্দ্র প্রামানিক,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিগ্রেডিয়ার(অবঃ)জয়ন্ত কুমার সেন (এনডিসি), ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি এড.দ্বীনবন্ধু রায়,সিনিয়র সহ-সভাপতি ডাঃ মৃত্যুঞ্জয় রায়। অন্যান্য অতিথীদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিঃ যুগ্ম মহাসচিব মনি শংকর মন্ডল,মহিলা সম্পাদীকা এড.প্রতীভা বাগচীসহ ছাত্র ও যুব মহাজোটের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে হিন্দু মহাজোটের বিশেষ আমন্ত্রনে অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের ফাস্ট সেক্রেটারী রামা কান্ত গুপ্ত ও বাংলাদেশ মাইনোরিটি ওয়াচের সভাপতি এড.রবীন্দ্র ঘোষ,নারায়নগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার গোপীনাথ দাস প্রমুখ।

সকালে ভগবান রাম চন্দ্রের আবির্ভাব তিথি রামনবমী উপলক্ষে পবিত্র লাঙ্গলবন্দ হতে দেশব্যপী রামনবমী শোভাযাত্রার উদ্ধোধন করেন কেন্দ্রীয় হিন্দুমহাজোট নেতৃবৃন্দ। অনুষ্ঠানমালায় সফল করতে বিশিষ্ঠ সাংবাদিক শেখর রায়,রঞ্জিত সাহা ও হিন্দু ছাত্র মহাজোট নাঃগঞ্জ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বিশেষ ভূমিকা পালন করেন।