ঢাকা, মে ১৯, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, স্থানীয় সময়: ০৮:২৯:৪৫

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

সমকাল সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে মামলা

| ২৯ জ্যৈষ্ঠ ১৪২৩ | Sunday, June 12, 2016

সমকাল সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে মামলা

সমকাল সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে মামলা প্রকাশ : ১২ জুন ২০১৬, ২২:৫২:৩২  দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার ও প্রকাশক এ কে আজাদসহ চারজনের বিরুদ্ধে রাজশাহীর আদালতে মানহানির মামলা করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।   রবিবার দুপুরে রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (খ) অঞ্চলে এ মামলা দায়ের করেন তিনি। শুনানি শেষে বিচারক আসামিদের বিরুদ্ধে সমন জারি করে আগামী ২৬ সেপ্টেম্বর হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।   মামলার অন্য আসামিরা হলেন-সমকালের স্টাফ রিপোর্টার অমরেশ রায় ও রাজশাহী ব্যুরো সৌরভ হাবিব।   মামলার এজাহারে বলা হয়েছে, বাদী একজন দায়িত্বশীল উচ্চ শিক্ষিত ও সম্মানিত ব্যক্তি। তিনি বর্তমানে রাজশাহী জেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক। তাই সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার, প্রকাশক এ কে আজাদ, স্টাফ রিপোর্টার অমরেশ রায় এবং রাজশাহী ব্যুরো অফিস রিপোর্টার সৌরভ হাবিব একজোটে বাদীর প্রতি প্রতিহিংসাপরায়ণ হয়ে তার খ্যাতি ও সুনাম নষ্ট করতে গত ২৪ মে সমকাল পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘টাকায় মিলছে নৌকা’ শিরোনামে মিথ্যা ও মানহানিকর সংবাদ পরিবেশন করেন। ওই নিউজের ১৫ পৃষ্ঠার ১ এর কলামে ‘জেএমবি সদস্য আবদুস সালামকে মনোনয়ন পাইয়ে দিতে এমপি এনামুল হক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ তার কাছ থেকে ৫৫ লাখ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়াও মাড়িয়া ও হামিরকুৎসাসহ বাগমারার ১৬টি ইউনিয়নের ১৫টিতেই লাখ লাখ টাকা মনোনয়ন বাণিজ্যের অভিযোগও করা হয় তাদের বিরুদ্ধে। এতে সমাজে বাদীকে হেয়পতিপন্ন ও রাজনৈতিক জীবনে কালিমা লেপন করে মানহানি করা হয়েছে।