ঢাকা, এপ্রিল ২৯, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০১:৩৩:৪৩

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

সংখ্যালঘু নির্যাতনকারী আ’লীগ নেতাকে ধরিয়ে দিতে পুলিশের পুরস্কার ঘোষণা

| ১৮ বৈশাখ ১৪২৩ | Sunday, May 1, 2016

police-logo-lekha

ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত যশোরের চৌগাছার আওয়ামী লীগ নেতা ও পাশাপোল ইউনিয়নের চেয়ারম্যান শাহীন রহমানকে যশোর জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় সেখানে উপস্থিত যশোরের পুলিশ সুপার শাহীনকে ধরিয়ে দিতে নগদ ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। এছাড়া পুলিশ সুপার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন। কমিটিকে আগামি সাতদিনের মধ্যে পাশাপোল ইউনিয়নের যে সব গ্রাম থেকে হিন্দু সম্প্রদায়কে বিতাড়িত করে আওয়ামী লীগ নেতা শাহীন ও তার ক্যাডাররা তাদের সহায় সম্পত্তি দখল করে নিয়েছেন তা তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে। এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তসহ সংগঠনটির নেতারা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পূজা উদযাপন পরিষদ নেতারা উপস্থিত ছিলেন। পরে বিকালে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রানা দাশগুপ্ত। তিনি পাশাপোলে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা বর্ণনা করার পাশাপাশি জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানান। জানতে চাইলে পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ‘পূজা উদযাপন পরিষদ চৌগাছা শাখার পক্ষ থেকে আমাকে ২১টি পরিবারের তালিকা দেয়া হয়েছে; যারা শাহীনের সন্ত্রাসী বাহিনীর কারণে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে বলে অভিযোগ। আমি বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সারোয়ার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছি। কমিটির অন্য দুই সদস্য হলেন সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা ও গোয়েন্দা কর্মকর্তা রফিকুল ইসলাম। কমিটিকে তদন্ত করে আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এসপি বলেন, ‘স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকেরা ভীতির মধ্যে জীবনযাপন করছেন। সে কারণে গ্রামের স্কুলে ‘সম্প্রীতি সমাবেশ’ করেছি। সেখানে এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা শাহীন চেয়ারম্যানকে যশোরে অবাঞ্ছিত ঘোষণা করেন। আমি জেলা পুলিশের পক্ষ থেকে জানিয়ে দিয়েছি, হিন্দু নির্যাতনের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ দেখানো হবে। শাহীন চেয়ারম্যান যত বড় নেতার আশ্রয়ে থাকুক না কেন, ছাড় দেয়া হবে না। তার অবস্থান যে কেউ ফোনে জানাতে পারলেও তাকে নগদ ২৫ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। - See more at: http://amarbangladesh-online.com/%E0%A6%B8%E0%A6%82%E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%98%E0%A7%81-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%A8%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%86/#sthash.puDyXy2s.dpuf