ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৬:৩০:১৭

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

ষোড়শ সংশোধনীর রায় নিয়ে রাজনীতি করবেন না : আব্দুল মতিন খসরু

| ২৫ শ্রাবণ ১৪২৪ | Wednesday, August 9, 2017

Related image

ঢাকা : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট আব্দুল মতিন খসরু সংবিধানের ষোড়শ সংশোধনীর আপিল বিভাগের রায় নিয়ে রাজনীতি না করার জন্য বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবিধানের ষোড়শ সংশোধনীর আপীল বিভাগের রায় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।

এডভোকেট আব্দুল মতিন খসরু বলেন, ‘ সুপ্রীমকোর্টের আপীল বিভাগের রায় নিয়ে কোন বিতর্ক চলে না। কিন্তু বিএনপির নেতারা রায় নিয়ে যে অপপ্রয়াস চালাচ্ছেন তা দূরভিসন্ধিমূলক ও দুঃখজনক। তাারা (বিএনপির নেতারা) আপীল বিভাগের রায়কে বিকৃত করে বিভিন্নভাবে ব্যাখ্যা দিচ্ছেন এবং রায় নিয়ে রাজনীতি করছেন। তারা উদ্দেশ্যমূলকভাবে উস্কানীমূলক বক্তব্য দিচ্ছেন।’
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ ম রেজাউল করিম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ও সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের ‘বর্তমান সরকারের ক্ষমতায় থাকা উচিত নয়’ এমন বক্তব্যের সমালোচনা করে খসরু বলেন, ‘রায় নিয়ে তারা রাজনীতি করছে। কারণ এছাড়া তাদের সামনে রাজনীতি করার আর কিছুই নেই।’
তিনি বলেন, রায়ের চুলচেরা বিশ্লেষণ করার পর রিভিউ এর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। সুপ্রীমকোর্টের রায় নিয়ে আমরা রাজনীতি করতে চাই না।