ঢাকা, মে ৬, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২১:৫১:২১

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

শেরেবাংলা নগর থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

| ১৪ জ্যৈষ্ঠ ১৪২৪ | Sunday, May 28, 2017

লাশ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানার ইন্দিরা রোড এলাকার একটি বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মুক্তা নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ইন্দিরা রোডের ৪৭/৬ নম্বর ‘ত্রয়ী নীড়’ নামক ভবনের বি-১ ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মামুন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই বাসায় সে এক বছর ধরে কাজ করতো।’

তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।’

ওই বাসার সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, ফ্ল্যাটের একটি কক্ষে ঢুকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় মেয়েটি। দরজা নক করার পরও তার সাড়া শব্দ না পেয়ে বাসার লোকজন মিস্ত্রী ডেকে দরজা ভেঙ্গে তাকে দ্রুত উদ্ধার করে। পরে দ্রুত পান্থপথের শমরিতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুক্তাকে মৃত ঘোষণা করেন।