ঢাকা, এপ্রিল ২৭, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৭:৫৫:০৯

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

শিপিং খাতে আইএমও-র সার্বিক সহযোগিতার আশ্বাস

| ১৪ ভাদ্র ১৪২৪ | Tuesday, August 29, 2017

ঢাকা : আন্তর্জাতিক নৌ সংস্থা (আইএমও) বাংলাদেশের সম্ভাবনাময় শিপিং খাতে সার্বিক সমর্থন প্রদানে আশ্বাস দিয়েছে। আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের সময় আইএমও-র মহাসচিব কাইট্যাক লিম এই আশ্বাস দেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতির সঙ্গে আলাপকালে আইএমও মহাসচিব বলেছেন, ‘বাংলাদেশ আইএমও-র গুরুত্বপূর্ণ সদস্য এবং এদেশে শিপিং খাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে।’
বঙ্গভবনের মুখপাত্র বলেন, বৈঠকে লিম বাংলাদেশের মেরিন ট্রেনিং একাডেমি ও জাহাজ নির্মাণ শিল্পের অগ্রগতির প্রশংসা করেন।
রাষ্ট্রপতি ভবনে লিমকে অভিনন্দন জানিয়ে আবদুল হামিদ বলেন, বাংলাদেশ এখন আন্তর্জাতিক মানের সমুদ্রগামী জাহাজ ও সমুদ্রবর্তী টহল জাহাজ নির্মাণ করছে।
বাংলাদেশে মেরিন ক্যাডেট তৈরিতে প্রচুর সুযোগ-সুবিধা এবং পর্যাপ্ত প্রশিক্ষিত নেভাল ক্রু রয়েছে উল্লেখ করে তিনি বাংলাদেশ থেকে বিদেশে মেরিন ক্যাডেটদের পাশাপাশি নৌ বিভাগীয় কর্মকর্তাদের আরো চাকরির সুযোগ প্রদানের জন্য আইএমও-র প্রতি আহ্বান জানান।
জাতিসংঘের একটি বিশেষ এজেন্সি হিসেবে আইএমও-এর সহযোগিতায় নৌ বিভাগীয় কর্মকর্তা ও নৌযানের কারিগরি বিশেষজ্ঞদের ব্যাপক বিনিময়ের ওপরও রাষ্ট্রপতি গুরুত্বারোপ করেন।