ঢাকা, মে ৩, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০০:২২:৩৫

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

শিক্ষক শ্যামল কান্তির লাঞ্ছনার জিডি ঢাকায় স্থানান্তরের নির্দেশ

| ৯ মাঘ ১৪২৩ | Sunday, January 22, 2017

শিক্ষক শ্যামল কান্তির লাঞ্ছনার জিডি ঢাকায় স্থানান্তরের নির্দেশ এর চিত্র ফলাফল

ঢাকা : নারায়ণগঞ্জে লাঞ্চিত স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তের দায়ের করা জিডি ও সংশ্লিষ্ট কাগজপত্র ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে এ আদেশ দেয়া হয়েছে।
সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান এ আদশের বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।
শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন উপস্থাপনের পর আজ রোববার হাইকোর্ট বেঞ্চের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদনটি হাইকোর্টে দাখিল করা হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু আজ সেটি আদালতে উপস্থাপন ও রাষ্ট্রপক্ষে শুনানি করেন।
গত বছরের ১৩ মে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ হাইস্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত লাঞ্ছনার শিকার হন। এ ঘটনা আদালতের নজরে আনেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ। এরপর আদালত স্বঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। পাশাপাশি এ ঘটনায় কী পদক্ষেপ নেয়া হয়েছে তা সংশ্লিষ্টদের আদালতকে জানাতে নির্দেশ দেয়া হয়।