ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৭:২৩:০৯

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

লঞ্চ টিকেট অনিয়ম বন্ধের লক্ষ্যে সদরঘাটে দুদকের অভিযান

| ২৭ জ্যৈষ্ঠ ১৪২৫ | Sunday, June 10, 2018

ঢাকা: লঞ্চের টিকেটের অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্সমেন্ট টিম আজ সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করেছে।
আসন্ন পবিত্র ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘœ করতে এবং লঞ্চের টিকেটের অনিয়ম ও দুর্নীতি বন্ধে দুদকের সহকারী পরিচালক মো. রাউফুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের পুলিশ ফোর্সসহ দুদকের ৭ সদস্যের এনফোর্সমেন্ট টিম আজ শনিবার আকস্মিকভাবে সদরঘাটে এ অভিযান পরিচালনা করে।
এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, নৌপথে দুর্নীতিমুক্ত যাত্রীসেবা নিশ্চিত করতে এ অভিযান দুদকের দৈনন্দিন কার্যক্রমের একটি অংশ।
যাত্রীদের কাছ থেকে টিকেট অনিয়মের অভিযোগ দুদক কলসেন্টারে (১০৬) এ পাওয়ার পর এ অভিযান চালানো হয়।
এ অভিযানকে অত্যন্ত সময়োপযোগী বলে সদরঘাট টার্মিনালে কর্তব্যরত বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান। যাত্রীরাও এ অভিযানকে স্বাগত জানান। দুদক টিম পুরো টার্মিনাল এলাকা ঘুরে দেখেন এবং যাত্রীসাধারণসহ উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।