ঢাকা, মে ৫, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৪:০৩:৫৩

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পাশে থাকবে আশা ওবায়দুল কাদেরের

| ২৬ ভাদ্র ১৪২৪ | Sunday, September 10, 2017

ঢাকা : প্রতিবেশী রাষ্ট্র ভারত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে দেশে-বিদেশে, সারা দুনিয়া আজ উদ্বেগ প্রকাশ করছে। ভারতও উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেশী রাষ্ট্র ভারতের এই উদ্বেগ ও আমাদের পাশে থাকা, আমাদের জন্য এই মুহূর্তে খুবই প্রয়োজন।’
ওবায়দুল কাদের আজ রোববার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটিএ এর মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে ভারত বাংলাদেশের পাশে ছিল। আমরা আশা করছি, এই মানবিক বিপর্যয় মোকাবেলার দুঃসময়েও ভারতকে পাশে পাবো।
ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গারা স্রোতের মত বাংলাদেশে আসছে। ইতোমধ্যে তিন লাখ চলে এসেছে। জানি না এই স্রোতের ভার কতদিন বহন করতে পারবো। এই বিষয়ে সরকারকে সবার সহযোগিতা করা উচিত।
রোহিঙ্গা ইস্যুতে বিএনপির সমালোচনার জবাবে কাদের বলেন, সরকারকে যখন প্রো-একটিভ বলে জাতিসংঘ প্রশংসা করেছে, তখন একটি দল এর সমালোচনা করছে।
মিয়ানমার সরকারের নির্যাতনের ব্যাপারে তারা কোন কথা বলছেন না। তাদের টার্গেট আওয়ামী লীগ সরকার, মিয়ানমার সরকার না।
তিনি বলেন, সারাদেশ যখন এই রোহিঙ্গা ইস্যুতে উদ্বিগ্ন, তখন বিএনপি খুশি। কারণ তারা নতুন ইস্যু পেয়েছে।