ঢাকা, মে ৩, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৬:৫৮:৪০

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

রাসেল আমার কোলেই মানুষ, বলে কাঁদলেন প্রধানমন্ত্রী

| ৩ কার্তিক ১৪২৩ | Tuesday, October 18, 2016

 

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আজ মঙ্গলবার ছোট ভাই শেখ রাসেলের স্মৃতিচারণা করতে গিয়ে কেঁদে ফেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ফোকাস বাংলা

ছোটভাই শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একপর্যায়ে টিস্যুপেপার দিয়ে চোখের পানি মুছতে মুছতে কান্নাজড়িত কণ্ঠে শেখ হাসিনা বলেন, ‘রাসেল তো আসলে আমার কোলেই মানুষ। ছোট্ট শিশু ভাইটি।…মাঝে মাঝে আমি লিখি। সেই স্মৃতিগুলো লিখে রাখার চেষ্টা করেছি। কারণ ও তো আমাদের একটা খেলার পুতুলের মতো ছিল। আমরা সব ভাইবোন ব্যস্ত ছিলাম রাসেলকে নিয়ে।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫২তম জন্মবার্ষিক উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এই অনুষ্ঠানের আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ।

নিজের বক্তব্যে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের কোনো শিশুই গৃহহারা থাকবে না এবং শিক্ষার আলো থেকেও বঞ্চিত হবে না। তিনি বলেন, ‘একটা মানুষও এ দেশে ক্ষুধার্ত থাকবে না, গৃহহারা থাকবে না। প্রতিটি শিশু স্কুলে যাবে, পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে। নিজেদের ভেতরের মেধা বিকাশের সুযোগ হবে সেই ধরনের একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলাটাই আমার লক্ষ্য।’

শিশু-কিশোররাই আগামীর ভবিষ্যৎ উল্লেখ করে প্রধানমন্ত্রী, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘দেশের জন্য জাতির জন্য সবসময় যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। জঙ্গিবাদ, মাদকাসক্তি এসব পথ পরিহার করে নিজেকে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বাঙালি জাতি আজকে যে সম্মান পেয়েছে সে সম্মানটা ধরে রাখতে হবে।’

শিশু-কিশোরদের ভবিষ্যৎ সুন্দর করতেই সরকারের সব উন্নয়নকাজ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।