ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১১:৪৯:৪২

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

রাজাকার হাসান আলীর মৃত্যুদণ্ড

| ২৯ জ্যৈষ্ঠ ১৪২২ | Friday, June 12, 2015

 মুক্তিযুদ্ধকালীনমানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি হাসান আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ছয়টিঅভিযোগের মধ্যে পাঁচটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।আন্তর্জাতিকঅপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান

বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বেতিন সদস্যের বেঞ্চ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে এ রায় দেন। বেঞ্চের অপরদুই সদস্য হলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।ট্রাইব্যুনালেরএই রায়ের বিরুদ্ধে এক মাসের মধ্যে সর্বোচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে।তবে এই সুযোগ নিতে হলে হাসান আলীকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। ৬৮ বছরবয়সী এই যুদ্ধাপরাধী এখন কোথায় আছেন, সে বিষয়ে আদালতকে কিছু জানাতে পারেনিপুলিশ বা প্রসিকিউশন।পলাতক হাসান আলীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময়হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, লুট, আটক ও নির্যাতনের ৬টি অভিযোগ আনা হয়। এতে২৪ জনকে হত্যা, ১২ জনকে অপহরণ ও আটক এবং ১২৫টি ঘরে লুটপাট ও অগ্নিসংযোগেরঅভিযোগ রয়েছে।২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর হাসান আলীর অনুপস্থিতিতে মামলারবিচারিক কার্যক্রম শুরুর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে তার পক্ষে কোনো আইনজীবী না থাকায় আব্দুস শুকুর খানকে রাষ্ট্রীয়ভাবেআসামিপক্ষের আইনজীবী নিয়োগ দেওয়া হয়।একই বছরের ২৪ আগস্ট হাসান আলীরবিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশদিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল। পরে তাকে হাজিরহতে পত্রিকায় বিজ্ঞাপনও দেওয়া হয়।তদন্তের স্বার্থে আনা এক আবেদনের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে গত বছরের ৩ এপ্রিল গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।আসামির অনুপস্থিতিতে মানবতাবিরোধী অপরাধের চতুর্থ মামলার রায় এটি। এ নিয়ে একাত্তরের যুদ্ধাপরাধের মোট ১৯টি মামলার রায় হলো।এরআগের মামলাগুলোর পলাতক আসামিদের মধ্যে জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুলকালাম আজাদ, একাত্তরের দুই বদর নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরীমুঈনুদ্দীন, ফরিদপুরের রাজাকার কমান্ডার জাহিদ হোসেন খোকনের মৃত্যুদণ্ড এবংজাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল জব্বারের আমৃত্যু কারাদণ্ডেররায় দেয়া হয়।গত বছর ১১ নভেম্বর হাসান আলীর বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যদিয়ে এ মামলার বিচার কাজ শুরু হয়। আসামির অনুপস্থিতিতেই এ মামলার কার্যক্রমচলে।